আবির হোসেন সজল : লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় গরু, বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এ তথ্য জানায়। বুধবার ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ অক্টোবর) রাতে ও দিনে সীমান্ত এলাকায় তিনটি পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিশ্বস্ত সূত্রে জানতে পেরে বিজিবির বিশেষ টহলদল ঝাউরানী, মোগলহাট ও গংগারহাট সীমান্তে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় গরু ও মাদক ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫১ বোতল ফেন্সিডিল, ২০ বোতল ইস্কাফ সিরাপ, একটি মোটরসাইকেল ও ৮টি ভারতীয় গরু উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮ হাজার ৪০০ টাকা বলে বিজিবি জানায়। চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, “চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।”
গণভোট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল
তিনি স্থানীয় জনগণকে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


