আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের মধ্যাঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফিলিপাইনের নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের মাবিনয় শহরে গবাদি পশু ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রাক ৪০ থেকে ৫০ মিটার গভীর খাদে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা মাইকেল ক্যাবুগনাসন বলেছেন, গ্রামবাসী বহনকারী খামারের একটি ট্রাক নেগ্রোস দ্বীপের একটি পশুর বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি কংক্রিটের রাস্তা থেকে ছিটকে ১৩১ ফুট নিচে গিয়ে পড়ে যায়।
নওয়াজের হাতেই ক্ষমতার চাবি, রেকর্ড ভেঙে মুখ্যমন্ত্রী হচ্ছেন মরিয়ম
স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকার এই বিপজ্জনক মোড়ে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রাকের নিয়ন্ত্রণ হারানোর পেছনে গত দুইদিনের ভারী বৃষ্টি ও রাস্তা পিচ্ছিল হয়ে থাকাকে প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে। তবে ট্রাকটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।