জুমবাংলা ডেস্ক : অবশেষে ১৫ লাখ টাকায় বিক্রি হলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত উমানাথপুর গ্রাম। এই গ্রামের মালিক মো. সিরাজুল হক সরকার চার মাস আগে স্থানীয় আব্দুল মন্নাছের কাছে গ্রামটি বিক্রি করেন। আজ বুধবার বিকেলে এই বিক্রির ঘটনা প্রকাশ পায়, যা এলাকাবাসী নিশ্চিত করেছেন।
উমানাথপুর গ্রাম বিক্রি: সিরাজুল হক সরকারের সিদ্ধান্ত
সিরাজুল ইসলাম সরকার জানান, তাঁর জন্য এত বড় বাড়ির প্রয়োজন নেই। তাই ভালো দামে গ্রামটি বিক্রির পর তিনি পাশের গ্রামে কম দামে জমি কিনে সেখানে নতুন বাড়ি করবেন এবং সেখানে বসবাস শুরু করবেন।
উমানাথপুর গ্রাম গ্রাম বিক্রি: নতুন মালিকের আনন্দ
গ্রামটি কিনেছেন পাশের উদয়রামপুর গ্রামের বাসিন্দা আব্দুল মন্নাছ। তিনি ঢাকায় বড় ছেলে মোস্তফা কামালকে নিয়ে ফলের ব্যবসা করেন। মোস্তফা কামাল জানান, তাঁর বাবা ১৫ লাখ টাকায় গ্রামটি কিনেছেন এবং রেজিস্ট্রিসহ খরচ পড়েছে ১৭ লাখ টাকা। সবকিছু সম্পন্ন হওয়ার পর দিন তিন ভাই, মা ও বাবা নিয়ে নতুন বাড়িতে উঠেছেন। এখন তাঁদের পরিবারের সদস্যসংখ্যা ৯ জন। নতুন বাড়ি কিনে তাঁরা খুশি, কারণ এটি শুধু একটি বাড়ি নয়, পুরো গ্রামের পরিচয়।
উমানাথপুর গ্রাম গ্রামের বিস্তারিত বিবরণ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উমানাথপুর গ্রামে মোট জমির পরিমাণ ২৫ শতক। এই জমিতে সিরাজুল হক সরকার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। গ্রামে দুটি বসতঘর, একটি গোয়ালঘর, একটি পুকুর, একটি টয়লেট ও বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে। গ্রামের পূর্বে উদয়রামপুর, পশ্চিমে রামগোবিন্দপুর ও হরিপুর গ্রাম রয়েছে।
গ্রামের অবস্থান ও প্রতিবেশী গ্রামগুলো
গ্রামটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উত্তর দিকে অবস্থিত। গ্রামটির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে। উপজেলার সদর থেকে ১২-১৫ কিলোমিটার দূরে এই গ্রামটির অবস্থান।
সিরাজুল হক সরকারের সময়কালে উমানাথপুর গ্রাম
উমানাথপুর গ্রামটি সিরাজুল হক সরকারের নামীয় ২৫ শতক জমির ওপর অবস্থিত। গ্রামটি পূর্বে ‘উমানাথপুর’ নামে পরিচিত ছিল এবং এর পরিচিতি ছিল কাগজপত্রেও।
Samsung Galaxy M06 5G: কমমূল্যে সেরা ফিচারের লেটেস্ট 5G স্মার্টফোন
উমানাথপুর গ্রাম গ্রাম বিক্রির পরবর্তী ঘটনা
চার মাস আগে ১৫ লাখ টাকায় উমানাথপুর গ্রাম বিক্রি হয় এবং এক সপ্তাহ আগে সবকিছু সম্পন্ন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।