জুমবাংলা ডেস্ক : আমাদের দেশে এমন বহু প্রতিভার রয়েছে যারা উপযুক্ত সুযোগ সুবিধার অভাবে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যান। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই সমস্যা আজকে দূর হয়েছে। সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়া ছাড়া যেন মানুষের এক মিনিটও চলে না। পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজকর্ম সব কিছুই, যেন আজকাল সোশ্যাল মিডিয়ার দ্বারাই হয়ে থাকে। এমনকি অবসর সময় কাটানোর জন্য মানুষ এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে থাকে। আর এই সোশ্যাল মিডিয়ার দ্বারা আজ নানান প্রতিভাবান ব্যক্তিরা বেরিয়ে আসতে পারছে। বাচ্চা কে না ভালোবাসে!
আর সেই ছোট্ট বাচ্চা যখন,হাত-পা নাড়িয়ে কখনো আয়নার সামনে খেলে আবার কখনো নাচ-গান করে তখন তাদেরকে আরওই মিষ্টি লাগে। কিন্তু কোন ছোট্ট বাচ্চা তবলা বাজাচ্ছে এমনটা খুবই কম দেখা যায়। কিন্তু এমনই একটি ভিডিও ভাইরাল হলো যেখানে একটি ছোট্ট বাচ্চা ছেলে তবলা বাজাচ্ছে। আর সেই বাচ্চাটির তবলা বাজানোর ভিডিও দেখে নেটিজেনরা বেজায় খুশি। ইউটিউব এর Asif firdousi চ্যানেলের ভিডিওটি পোস্ট করা হয়েছে। সম্প্রতি বাড়িতে বসেই দুটো তবলা সামনে নিয়ে একটি ছোট্ট বাচ্চা অসাধারনভাবে তবলায় চাঁটি মারতে দেখা গেছে। আর এই বাচ্চাটির বয়স শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। মাত্র ১৬ মাসের শিশু। এইটুকুনি বয়সে পুরো বড়দের মতোন তবলা বাজিয়ে সুর তুলছে এই বাচ্চাটি। দেখে মনে হচ্ছে রীতিমতো সে বড় হয়ে কোনো ওস্তাদকেও হার মানিয়ে দেবে।
এমনকি বাচ্চাটিকে দেখতেও ততোটাই মিষ্টি। বাচ্চাটা এতটাই ছোট মাঝে মাঝে আবার তাই কিছু না বাজিয়েই তবলার ওপর শুধু হাতটা রেখে বসে রয়েছে। কিন্তু ভাবুন তো এইটুকুনি বয়সে সে তবলা বাজানোর চেষ্টা করছে বড় বয়সে সে কি হবে। এরকম খুদে বাচ্চা গুলোর মধ্যে সত্যি যেন স্বয়ং ভগবানের রূপ থাকে। তাই তারা ছোটবেলা থেকেই এত প্রতিভাবান হয়ে জন্মায়। এমনকি দেখা গেছে এই ছোট্ট বাচ্চাটি যে শুধু তবলা বাজানোর চেষ্টা করেছে তা নয়! ভিডিওটিতে পিছন থেকে একটা লোকের গলার আওয়াজ পাওয়া গেছে যে ওই বাচ্চাটিকে তবলা বাজানোর সাথে সাথে গানও শেখাচ্ছে। আর তাই দেখে বাচ্চাটিও তবলা বাজানোর সঙ্গে সঙ্গে গান করার চেষ্টা করছে। কিন্তু দেখুন ওইটুকুনি বাচ্চা এখনো ঠিক মতো কথাও পর্যন্ত বলতে পারে না। কিন্তু তাও সে মুখে গান করার চেষ্টা করছে আর সাথে তবলা বাজানোর চেষ্টা করছে। লোকটি বলছে না ধিন ধিন না আর তার সাথে সাথে বাচ্চাটিও কথা বলতে পারছেনা কিন্তু তাও ও বলছে “না ধিন ধিন না”।
সত্যি অবিশ্বাস্য কর একটা বিষয়। নিজের চোখের সামনে না দেখলে বিশ্বাসই হবে না যে এইটুকুনি বাচ্চার মধ্যেও এমন একটি প্রতিভা রয়েছে।এই খুদে তবলিয়া পরবর্তীকালে যে সত্যিই বড় বাপের তবলিয়া হবে, একথা নিশ্চিত করে বলাই যায়। দেখা গেছে লোকটি যা বলছে বাচ্চাটিও কথা বলতে পারছে না কিন্তু তাও বলার চেষ্টা করছে। একটি সবুজ রঙের মিষ্টি দেখতে একটি গেঞ্জি আর প্যান্ট পড়ে শান্ত ছেলের মতোন বসে তবলা বাজানোর চেষ্টা করছে এই ক্ষুদে বাচ্চাটি।
ভিডিওর শেষে বাচ্চাটি দু-তিনবার মুখে ধিন ধিন বলতে বলতে তবলাতে চাঁটি মেরে দিয়েছে। ২ লক্ষ্যের কাছাকাছি ভিডিওটিতে ভিউজ পড়ে গেছে। অনেকেই কমেন্ট করে বলেছেন যে এই বাচ্চা বড় হয় প্রচুর ট্যালেন্টেড হবে। আর ৯.৫ হাজার মানুষ ভিডিওটি কে লাইকও করেছে। এই ভিডিওটি অনেক পুরনো হলেও এখন অব্দি এই বাচ্চার তবলা বাজানোটি রীতিমতো খুব পরিমাণেই ছড়িয়ে রয়েছে। দেখে নিন সেই অসাধারণ ভিডিও। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।