স্পোর্টস ডেস্ক : আইপিএলের অন্যতম সেরা স্পিনারদের নামের তালিকা প্রস্তুত করা হলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে যুজবেন্দ্র চাহালের। ২০২২ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে দেখা যাচ্ছে তাঁকে। তবে পঞ্চদশ সংস্করণের আইপিএল চলাকালীনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ফাঁস করলেন যুজি।
বৃহস্পতিবার রাজস্থানের তরফ থেকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওয় নিজের জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ফাঁস করেন চাহাল। তিনি জানান, ২০১৩ আইপিএল চলাকালীন মদ্যপ অবস্থায় তাঁকে ১৫ তলার বারান্দা থেকে ঝুলিয়ে দেন এক ক্রিকেটার। যদি একটু ভুল হতো, তাহলে খারাপ পরিণতিও হতে পারত তাঁর।
চাহাল বলেন, ‘আমি কখনও এই গল্প বলিনি, কিন্তু আজকের পর থেকে সকলে এই কাহিনী জানবে। আমি কখনও এর আগে ফাঁস করিনি। ২০১৩ সালের আইপিএলে আমি মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে ছিলাম। আমাদের বেঙ্গালুরুতে ম্যাচ ছিল।
ম্যাচের পর একটি গেট-টুগেদার ছিল। সেখানে একজন খেলোয়াড় ছিলেন, যিনি খুব মদ্যপ ছিলেন। আমি ওনার নাম বলব না। ও খুবই মদ্যপ ছিল। ও আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে ছিল। এরপর ও আমায় ডাকে, বাইরে নিয়ে যায় এবং ব্যালকনি থেকে ঝুলিয়ে দেয়’।
রাজস্থানের তারকা স্পিনারের সংযোজন, ‘আমার হাত দিয়ে ওঁকে ধরে রেখেছিলাম, এই ভাবে (ঘাড়ের পিছনে)। আমি হাতের বাঁধন আলগা হয়ে গিয়েছিল এবং আমি ১৫তলা থেকে ঝুলছি। হঠাৎ ওখানে উপস্থিত বেশ কয়েকজন আসেন এবং বিষয়টি সামলে নেয়। আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম, বাকিরা আমায় জল দেয়। এরপর আমি বুঝেছিলাম, কোথাও গেলে আমাদের ঠিক কতটা দায়িত্বজ্ঞান সম্পন্ন হতে হয়’।
Royals’ comeback stories ke saath, aapke agle 7 minutes hum #SambhaalLenge 💗#RoyalsFamily | #HallaBol | @goeltmt pic.twitter.com/RjsLuMcZhV
— Rajasthan Royals (@rajasthanroyals) April 7, 2022
চাহাল ফাঁস করার আগে পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- কোনও দলই এই বিষয়ে কোনও তথ্য ফাঁস করেনি। চাহাল এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ফাঁস করা মাত্রই অনুরাগীরাও ‘ব্যুলিং’য়ের বিপক্ষে নিজেদের মতামত প্রকাশ করতে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।