আন্তর্জাতিক ডেস্ক : আসান্তে রাজ্য থেকে (বর্তমানে ঘানা) চুরি করা সোনার ৩২টির বেশি অলংকার এবং রুপার প্রত্নতত্ত্ব ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্য। ১৫০ বছর পর ৬ বছরের ঋণের বিনিময়ে এসব প্রত্নতত্ত্ব ফেরত পেয়েছে ঘানা। দেশটির কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন।
ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত ১৫টি এবং দ্য ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে সংরক্ষিত ১৭টি অলংকার ১৯ শতকের দিকে আসান্তে এবং ব্রিটিশের মধ্যে সংঘর্ষ বাধলে আসান্তের রাজদরবার থেকে এসব অলংকার চুরি করে নিয়ে যায় ব্রিটিশরা।
ঘানার কর্তৃপক্ষ বছরের পর বছর ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে এসব অলংকার লুটের অভিযোগ করে আসছিল।
শুক্রবার এসব স্বর্ণালংকার ঘানার বর্তমান রাজার কাছে হস্তান্তর করা হয়। তার প্রধান মধ্যস্ততাকারী আইভর আগিয়েমান-ডুয়াহ বলেন, নিরাপদভাবেই এসব অলংকার আমরা গ্রহণ করেছি।
নেট দুনিয়াতে ঝড় তুলেছে ঘাম ঝরানো এই ওয়েব সিরিজগুলো, ভুলেও কারও সামনে দেখবেন না
এসব স্বর্ণালংকার আসান্তের রাজা দ্বিতীয় ওতুমফুও ওসেই টুটুর রজত জয়ন্তী উপলক্ষে আগামী মাসে আসান্তে রাজ্যের রাজধানী কুমাসির মানহিয়া প্রাসাদ জাদুঘরে রাখা হবে।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।