দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠালো কুয়েত সরকার

কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক : আবাসন এবং চাকরিবিধি লঙ্ঘনের দায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। মাত্র ১১ দিনে এই প্রবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

কুয়েত

দেশটির একটি নিরাপত্তা সূত্র বলেছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার সমন্বিত পদক্ষেপের মাধ্যমে গত কয়েক দিনে ১ হাজার ৪৭০ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

কুয়েত সরকারের অবৈধ ও আইন লঙ্ঘনকারী প্রবাসীদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে বর্তমানে গ্রেপ্তার অভিযান চলছে বলে সূত্রটি জানিয়েছে। কুয়েতের সব অঞ্চলে আইনশৃঙ্খলাবাহিনীর এই অভিযান অব্যাহত আছে।

গত ১০ দিন ধরে কুয়েতের আবাসনবিষয়ক তদন্ত বিভাগ আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। এই অভিযানে প্রায় ৭০০ জনকে আটক করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

চিৎকার করছিলাম ঐসব না করতে, তবু ছাড়েনি : রেশমি দেশাই

কুয়েতের আবাসন ও কর্মসংস্থান আইন লঙ্ঘনের ঘটনা গত বছরের তুলনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দেশটিতে ৪০ হাজারের বেশি প্রবাসীকে আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়। আর চলতি বছরের গত কয়েক দিনেই প্রায় ৪০ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গত বছর ৪২ হাজার ৮৫০ জন অভিবাসীকে গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত।

সূত্র: আরব টাইমস, গালফ নিউজ।