জুমবাংলা ডেস্ক : আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশে ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে বিনিয়োগ পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক দলগুলোর মাঝে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে মতপার্থক্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেন আশিক চৌধুরী।
তিনি বলেন, “যে দলই ক্ষমতায় আসুক, বিনিয়োগের স্বার্থগুলো অপরিবর্তিত রাখতে চায় বিডা। সে লক্ষ্যে সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।”
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিরা আগ্রহ দেখাচ্ছে জানিয়ে আশিক চৌধুরী বলেন, ফার্মাসিউটিক্যাল, লাইট ইঞ্জিনিয়ারিং, আইটি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা।
বিডার চেয়ারম্যান বলেন, “চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। তাদের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এর মাধ্যমে ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।”
এছাড়া মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড। সংস্থাটিকে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ।
Bengali-Meta Description:
আগামী ১-২ বছরে বাংলাদেশে ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা বিডা চেয়ারম্যানের। বিনিয়োগ সম্মেলনে ফার্মাসিউটিক্যাল, আইটি খাতে আগ্রহ। (159 characters)
Tags:
employment in Bangladesh, Bangladesh investment, BIDA chairman, কর্মসংস্থান বাংলাদেশ, বিনিয়োগ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, karmasangsthan Bangladesh, binioyog Bangladesh, investment opportunities Bangladesh, free trade zone Bangladesh
Internal Link Keywords:
investment trends, employment growth, economic development, foreign investment
Focus Keyphrase (Yoast):
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।