আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে পরিস্থিতি অশান্ত হওয়ার পর থেকেই সীমান্তে নিরাপত্তার ঘেরাটোপ কড়া করেছে বিএসএফ। কোনও ভাবেই অবৈধ অনুপ্রবেশ যাতে না ঘটে, সেদিকে নজর রাখছে সীমান্ত রক্ষী বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হল ১৬ জন বাংলাদেশি নাগরিককে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন মহিলাও রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে পাকড়াও করা করা হয়েছে বলে জানা গেছে।
রাজ্যটির পুলিস সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া ১৬ জনের মধ্যে ৩ জনকে বাংলাদেশি দালাল হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পেশ করা হবে বলে পুলিস সূত্রে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের পরিচয় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, তাঁরা হলেন মিজানুর রহমান (২৬), সফিকুল ইসলাম (৩০), ম. আলামিন আলি (২৩), ম. মিলন (৩৮). শাহাবুল (৩০), শরিফুল শেখ (৩০), কবীর শেখ (৩৪), লিজা খাতুন (২৬), তানিয়া খান (২৪), এথি শেখ (৩৯), বৃন্দাবন মণ্ডল (২১), আব্দুল হাকিম (২৫), ম. ইদুল (২৭), ম. আব্দুর রহমান (২০), ম. আয়ুব আলি (৩০), ম. জিয়ারুল (২০)। পুলিস তরফে গোটা বিষয়টি নিয়ে তদন্ত চালানো হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।