বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দীর্ঘ জল্পনার পর অবশেষে লঞ্চ হল Redmi K60 সিরিজ। এই সিরিজে মোট 3টি ফোন লঞ্চ করেছে চীনা সংস্থাটি। এই ফোনগুলি হল Redmi K60, Redmi K60 Pro ও Redmi K60E। এর মধ্যে Redmi K60 ও Redmi K60 Pro-তে রয়েছে Snapdragon 8 সিরিজ প্রসেসর। অন্যদিকে Redmi K60E-তে MediaTek প্রসেসর ব্যবহার করেছে বেজিংয়ের সংস্থাটি। সব ফোনেই 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকছে। সেখানে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট ও 2K রেজোলিউশন।
Redmi K60 Pro: স্পেসিফিকেশন ও ফিচার্স
Redmi K60 Pro-তে 6.67 ইঞ্চি 2K AMOLED ডিসপ্লে থাকছে। 120 Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে রয়েছে HDR 10+ সাপোর্ট। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 8 Gen 2 প্রসেসর। সঙ্গে রয়েছে 16 GB LPDDR5X RAM ও 512 GB UFS 4.0 স্টোরেজ।
Redmi K60 Pro – র পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে 50 MP Sony IMX800 সেন্সর। এই ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) থাকছে। সঙ্গে রয়েছে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা। কোম্পানির তরফে জানানো হয়েছে এই ফোনে 8K 24fps ভিডিও রেকর্ড করা যাবে।
Redmi K60 Pro-তে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে পাবেন 120 W ফাস্ট চার্জিং সাপোর্ট। Android 13 অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে চলবে MIUI 14 স্কিন।
Redmi K60: স্পেসিফিকেশন ও ফিচার্স
Redmi K60 – তে থাকছে Snapdragon 8+ Gen 1 প্রসেসর। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে 64 MP প্রাইমারি সেন্সর। এছাড়াও থাকছে 5,500 mAh ব্যাটারি ও 67 W ফাস্ট চার্জিং সাপোর্ট। সঙ্গে 30 W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাবেন।
Redmi K60E: স্পেসিফিকেশন ও ফিচার্স
অন্যদিকে Redmi K60E – তে থাকছে MediaTek Dimensity 8200 চিপসেট। এই ফোনের ট্রিপল ক্যামেরায় রয়েছে 48 MP প্রাইমারি সেন্সর। সেখানে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। 5,500 mAh ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে 67 W ফাস্ট চার্জিং।
Redmi K60, Redmi K60 Pro ও Redmi K60E: দাম
আপাতত চীনে লঞ্চ হয়েছে Redmi K60 সিরিজের 3টি ফোন। Redmi K60 Pro-র দাম শুরু হচ্ছে 3,299 ইউয়ান(প্রায় 40,000 টাকা) থেকে। Redmi K60 – র দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান (প্রায় 30,000 টাকা) থেকে। Redmi K60E – র দাম শুরু হচ্ছে 2,199 ইউয়ান (প্রায় 26,000 টাকা) থেকে। যদিও ভারত সহ চীনের বাইরে অন্যান্য দেশে কবে এই ফোনগুলি লঞ্চ হবে সেই বিষয়ে কিছুই জানায়নি Redmi।-এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।