ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ইসকনপন্থি একটি পক্ষ ও অপর একটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নিহত হন মন্দিরের সেবায়েত ফুলবাবু। এরপর থেকেই দুর্গাপূজার সময় মন্দির এলাকায় জারি ছিল প্রশাসনের ১৪৪ ধারা।
দীর্ঘ ১৬ বছর পরে সেই অচলাবস্থা ভেঙে এ বছর প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করে অনুমতি দিয়েছে মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা আয়োজনের। বর্তমানে এই মন্দির এলাকায় মূর্তি তৈরি ও মণ্ডপ সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
ঠাকুরগাঁও পূজা উদযাপন কমিটির তথ্য মতে, এবার জেলায় মোট ৪৭৬টি পূজা মণ্ডপে দুর্গোৎসব পালন করা হবে। এর মধ্যে ৩৬৬টিতে ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকি মণ্ডপগুলোতেও দ্রুত সিসিটিভি স্থাপন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে। ১৬ বছর পর পূজা শুরু হওয়া রসিক রায় জিউ মন্দিরে বিশেষ নজর থাকবে পুলিশ প্রশাসনের।
স্থানীয় বাসিন্দা খগেন চন্দ্র বলেন, “১৬টা বছর আমরা বাইরে গিয়ে অন্যের মন্দিরে পূজা করতাম। নিজেদের মন্দিরে পূজা করতে না পারাটা আমাদের জন্য অনেক বড় কষ্টের ছিল। অবশেষে আমরা আমাদের মন্দিরে পূজা আয়োজনের সুযোগ পেয়েছি।”
মনোযোগ দিয়ে মণ্ডপের কাজে সহযোগিতা করা অনিক রায় বলেন, “আমার বয়স এখন ২০ বছর। শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে সর্বশেষ যখন পূজা হয়, তখন আমি খুবই ছোটো। সেই পূজার কথা মনে নেই। যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকে শুধু বাবা-দাদার কাছে গল্প শুনেছি, এখানে অনেক বড় পূজার আয়োজন হতো। কখনো দেখার সুযোগ হয়নি। খুব ইচ্ছে ছিল, আমাদের নিজেদের এই মন্দিরে একদিন পূজা হবে, আমরা পূজা করব। এবার সেই ইচ্ছে পূরণ হচ্ছে।”
সুজলা রাণী বলেন, “বিয়ের পর থেকে আমি এখানে কখনো পূজা হতে দেখেনি। শুধু শুনেছি, এখানে অনেক বড় করে দুর্গাপূজা হতো। খুব ভালো লাগছে এবার। এখন থেকে নিজেদের মণ্ডপে পূজা করতে পারব।”
সান্তনা রাণী বলেন, “এবার পূজা আমাদের জীবনে কিছুটা আলাদাভাবে এসেছে। এবার যেনো পূজার আনন্দ কিছুটা বেশি। খুবই আমেজ নিয়ে নতুন কাপড় কেনাকাটা করেছি। পূজার দিনে কী কী করবো তার পরিকল্পনা করেছি। এবার অনেক আনন্দ হবে।”
ঠাকুরগাঁও রসিক রায় জিউ মন্দিরের সেবায়েত অপু সরকার বলেন, “প্রায় ১৬ বছর পরে এখানে পূজা হচ্ছে। তাই সবার মাঝে উচ্ছ্বাস কিছুটা বেশি। আমরা আয়োজনে কোনো কমতি রাখছি না। অনেক বড় ও জমকালো আয়োজন হবে আশা করছি।”
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, “দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রসিক রায় জিউ মন্দিরে এবারের দুর্গোৎসব হয়ে উঠেছে আনন্দ–উচ্ছ্বাসে ভরা এক মহোৎসব। প্রশাসনের সহযোগিতা ও দুই পক্ষের সমঝোতায় যে উৎসবের দ্বার খুলেছে, তা শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করে তুলবে।”
তিনি আরো বলেন, “জেলা প্রশাসনের একান্ত প্রচেষ্টায় দুই পক্ষ সম্মত হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। সেখানে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।