জুমবাংলা ডেস্ক : মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ১৬০ কেজি ওজনের শাপলাপাতা মাছ ধরা পড়েছে। জেলেরা মাছটি ধরার পর মতিরহাট মৎস্যঘাটে নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় করেন। তারপর মাছটি ২৮ হাজার ৫০০ টাকায় এক মাছ ব্যবসায়ী কিনে নেন।
জানা যায়, বিশাল এই মাছটি লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। হাকিম মোল্লা উপজেলার মোল্লাবাড়ির বাসিন্দা। মাছটি ধরার পর সকালে উপজেলার মতিরহাট মৎস্যঘাটে আনেন। বিশাল এই মাছটি দেখতে অনেক মানুষ ভিড় করেন। মাছটি ছিদ্দিক ব্যাপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
স্থানীয় ব্যবসায়ী মো. খোকন বলেন, জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরার পর সকালে ঘাটে নিয়ে আসেন। তারপর মাছটি ছিদ্দিক ব্যাপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এটি এখন ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মাছটি জোয়ারের সময় সাগর থেকে নদীতে চলে আসে। মাঝে মাঝে ছোট আকারে শাপলাপাতা মাছ ধরা পড়লেও এতো বড় মাছ এই প্রথম ধরা পড়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে মাছটি হাউস বা শাপলাপাতা মাছ নামে পরিচিত। তবে এত বড় হাউস মাছ এর আগে মেঘনার কমলনগরের অংশে ধরা পড়েছে বলে শুনিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।