জুমবাংলা ডেস্ক : সাপ্তাহিক ছুটির দিনে স্বল্প খরচে পরিবার নিয়ে কী খাবেন? আলু দিয়ে গরুর মাংস নাকি ইলিশ পোলাও? চাইলে কিন্তু দুই বেলায় দুটিই খেতে পারেন। খরচ পড়বে মাত্র ১৬০ ও ২৯৯ টাকা।
দুর্মূল্যের এই বাজারে সবার জন্য দুটি কম্বো অফার নিয়ে এসেছে সুপার শপ ডেইলি শপিং। এটি পাওয়া যাবে শুক্রবার (১৫ নভেম্বর) ডেইলি শপিংয়ের নির্দিষ্ট আউটলেটে।
১৬০ টাকায় গরুর মাংস-আলু-মসলা
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডেইলি শপিং তাদের ফেসবুক পেজে জানিয়েছে, আবারো ডেইলি শপিং-এ সেই ভাইরাল আলু-গোস্তের সাথে এক্সট্রা মাংসের মসলা। দাম কিন্তু সেই ১৬০ টাকা। এবার আরো বিস্তৃত পরিসরে।
ছোট পরিবারের মাংস-ভাতের আয়োজনের জন্যে সেরা সলুশানে থাকছে ২০০ গ্রাম+/-৫ গ্রাম গরুর মাংস, ১০০ গ্রাম+/-৫ গ্রাম আলু এবং প্রাণ গরুর মাংসের মসলা ২০ গ্রাম। এ সব কিছুর দাম পড়বে মাত্র ১৬০ টাকা।
এই অফার পাওয়া যাবে ডেইলি শপিংয়ের উত্তরা-১৮, উত্তরা-১৪, উত্তরা-৪, উত্তর বাড্ডা (থানা রোড), শান্তিনগর, আফতাবনগর-সি ব্লক, বসুন্ধরা গেট, বনশ্রী-এ ব্লক, বনশ্রী-বি ব্লক, বনশ্রী-জি ব্লক, বনশ্রী-কে ব্লক, শেখেরটেক-১২, আহমেদনগর, নিকুঞ্জ-২, টোলারবাগ, ভূমি পল্লী (সিদ্ধিরগঞ্জ) সোনাডাঙ্গা (খুলনা) এবং কুমিল্লা ইপিজেড, কুমিল্লা পুলিশ লাইন আউটলেটে স্টক থাকা সাপেক্ষে। এই কম্বো পাওয়া যাবে ১৫ নভেম্বর, শুক্রবার সারা দিন।
২৯৯ টাকায় ইলিশ-পোলাও-সরিষার তেল
ডেইলি শপিং এবার নিয়ে এলো সবার জন্য ‘ইলিশ পোলাও ভরপুর কম্বো’। সেই সঙ্গে এক্সট্রা প্রাণ সরিষার তেল ৮০ মিলি।
ছুটির দিনে আপনার পরিবারের ইলিশ-পোলাও আয়োজনের জন্যে সেরা এই সল্যুশানে থাকছে ৩০০+ গ্রামের একটি আস্ত ইলিশ ও ২৫০ গ্রাম প্রাণ চিনিগুড়া চাল (খোলা)। সেই সঙ্গে ৮০ মিলি প্রাণ সরিষার তেল একদম ফ্রী। দাম মাত্র ২৯৯ টাকা।
পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সুখ পেলেন যুবতী, ভুলেও কারও সামনে দেখবেন না
ডেইলি শপিংয়ের উত্তরা-১৮, উত্তরা-১৪, উত্তরা-৪, উত্তর বাড্ডা (থানা রোড), শান্তিনগর, আফতাবনগর-সি ব্লক, বসুন্ধরা গেট, বনশ্রী-এ ব্লক, বনশ্রী-বি ব্লক, বনশ্রী-জি ব্লক, বনশ্রী-কে ব্লক, শেখেরটেক-১২, আহমেদনগর, নিকুঞ্জ-২, টোলারবাগ, ভূমি পল্লী (সিদ্ধিরগঞ্জ) সোনাডাঙ্গা (খুলনা) এবং কুমিল্লা ইপিজেড, কুমিল্লা পুলিশ লাইন আউটলেটে স্টক থাকা সাপেক্ষে এই কম্বো পাচ্ছেন ১৫ নভেম্বর, শুক্রবার সারা দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।