বিনোদন ডেস্ক : বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা ধানুশ। এবার হলিউডে তার অভিষেক হতে চলেছে, তাও আবার যার তার হাতে নয়, বিখ্যাত রুশো ব্রাদার্সের হাত ধরে হলিউডে পা দিচ্ছেন তিনি।
নেটফ্লিক্সের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন ফিল্ম তৈরির দায়িত্বে রয়েছেন রুশো ব্রাদার্স। হ্যাঁ সেই রুশো ব্রাদার্স যারা মার্ভেলের বিখ্যাত অ্যাভেঞ্জার সিরিজ তৈরি করেছেন। তারাই পরিচালনা করছেন ‘দ্যা গ্রে ম্যান’ নামের একটি অ্যাকশন থ্রিলার ফিল্ম। আর সেখানেই অভিনয়ের সুযোগ পেয়েছেন ধানুশ।
এখন আরেক কারণে সংবাদে এসেছে সিনেমাটি। জানা যাচ্ছে পরিচালক অ্যান্থনি এবং জো রুশো সিনেমার একটি দৃশ্যের খরচ নিয়ে মুখ খুলেছেন। ‘দ্য গ্রে ম্যান’ ছবিটি যৌথভাবে লিখেছেন অ্যান্থনি এবং জো রুশো। এর পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও করেছেন তারা দুজনেই। এই জন্য নেটফ্লিক্স তাদের দুজনকে মোট ২০০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১,৬০০ কোটি টাকা দিয়েছে। দুজনেই বিশ্বের অনেক চমৎকার লোকেশনে এই ছবির শুটিং করেছেন।
সিনেমার খরচ সম্বন্ধে তো জানলেন, কিন্তু সিনেমার একটি দৃশ্যের খরচ সম্বন্ধে জানলে মুখ হাঁ হয়ে যাবে আপনার। একটি অ্যাকশন দৃশ্য তৈরি করতে সময় লেগেছে পুরো ১ মাস। সিনে দেখা যাচ্ছে যে, হলিউডের বিখ্যাত অভিনেতা রায়ান গসলিং বন্দুক নিয়ে ঘাতক বাহিনীর সাথে লড়াই করছেন। সেই সময় একটি ট্রাম গাড়ি প্রাগ শহরের ওল্ড টাউন কোয়ার্টারে ঘুরে বেড়াচ্ছে। লড়াইয়ের সময়, রায়ানকে পাথরের বেঞ্চে বেঁধে রাখা হয়েছে। আর এই দৃশ্য তৈরি করতে খরচ হয়েছে পুরো ৪০ মিলিয়ন ডলার বা ৩১৯ কোটি টাকা!
এখনো পর্যন্ত নেটফলিক্সের সবচেয়ে দামী মুভি এই ছবিটি। আপাতত ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ধরা হচ্ছে যে, ছবিটি জেমস বন্ড এবং মিশন ইম্পসিবলের মতোই একটি Spy বা গুপ্তচর ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে চাইছে। ছবিটি সাফল্য পেলে গ্রে ম্যান ইউনিভার্সের আরো অনেক চলচ্চিত্র আসবে ভবিষ্যতে।
একই গাছে আলু-বেগুন-টমেটো, নতুন আবিষ্কারে তাক লাগালেন বিজ্ঞানীরা
ছবিতে দেখা গিয়েছে হলিউড তারকা রায়ান গসলিং, ক্রিস ইভান্স, আনা ডি আরমাস এবং রেগে জন পেজের। আর তাদের সাথে দক্ষিণের তারকা ধানুশকেও দেখা যাচ্ছে। এই সিনেমার মাধ্যমে হলিউডে বেশ ধুমধামের সাথেই অভিষেক হয়েছে ধানুশ-র। এখনও পর্যন্ত ছবিতে ধানুশের অভিনয় মানুষকে তার প্রশংসা করতে বাধ্য করেছে। এছাড়া তার সহ্য অভিনেতারাও তার প্রশংসা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।