Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ৮৮ দিনের মাথায় ভারতে আরও কমল করোনা সংক্রমণ। তিন দিন আগেই ৬০ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৫ জনে আর মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জন।
এদিকে দৈনিক সুস্থতার (Recovered) সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ১৯০ জন। সক্রিয় রোগীর সংখ্যাও এসে দাঁড়িয়েছে ৭ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ০২ হাজার ৮৮৭ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।