আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে রবিবার রাতে তিনজন ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন লস্কর-ই-তৈয়বা জঙ্গিগোষ্ঠীর শীর্ষ কম্যান্ডার বলেও জানিয়েছে পুলিশ।
এর আগে ১২ জুন উত্তর কাশ্মীরে জঙ্গিরা পুলিশের উপর হামলা চালিয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতেই রবিবার রাতে বারামুল্লার সোপোরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে নিহত হয়েছে লস্কর-ই-তৈয়বা জঙ্গিগোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা মুদাসির পন্ডিত। একাধিক জঙ্গিমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে।
কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, মুদাসিরের মৃত্যু স্থানীয়দের জন্য বড় স্বস্তি। কাশ্মীর পুলিশের তরফে টুইটে বলা হয়, লস্কর-ই-তৈয়বা জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতা এনকাউন্টারে নিকেশ হয়েছে। ৩ জন পুলিশ, ২ জন কাউন্সিলর ও ২ জন নাগরিকের হত্যাকাণ্ডে যুক্ত ছিল সে।
১২ জুন বারামুলা জেলার সোপোর শহরের আরামপোরা অঞ্চলে একটি গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় ৩ পুলিশকর্মী, ২ জন কাউন্সিলর এবং ২ জন সাধারণ মানুষ প্রাণ হারান। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ট্যুইট করে এই জঙ্গি হামলার নিন্দা করেন।– জিনিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


