আন্তর্জাতিক ডেস্ক: বরফে ঢেকে গিয়েছে উপত্যকা। ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা। সেই লাদাখে সোমবার বিশ্ব যোগ দিবসে ১৮ ফিট উচ্চতায় যোগ পালন করলেন ইন্দো-তিব্বতি বর্ডার পুলিশ সদস্যরা।
লাদাখের প্যাংগং লেকের সীমান্ত সুরক্ষার দায়িত্বে যারা রয়েছে সেই বর্ডার পেট্রোলিংয়ের অর্গানাইজেশন ‘হিমবীর’ যোগাসন প্র্যাকটিস করেন।
সোমবারই বিশ্ব যোগ দিবসে দেশবাসীকে যোগের মাধ্যমে করোনা ঠিক করার বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, “করোনার মতো কঠিন সময়ে আত্মবল বাড়াতে যোগব্যায়াম অনেক উপকার করেছে। চিকিৎসক ও প্রথম সারির যোদ্ধাদের থেকে আমি শুনেছি, তাঁরা যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেদের ও রোগীদের চিকিৎসা করেছেন।”
প্রধানমন্ত্রী জানান, রাষ্ট্রপুঞ্জ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে M-YOGA অ্যাপ চালু করবে ভারত। যোগব্যায়ামে যাবতীয় নিয়মাবলী ও পরামর্শ মিলবে সেই অ্যাপে। থাকবে প্রশিক্ষণের ভিডিও।
এদিন সকাল সাড়ে ৬টায় ভার্চুয়াল মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন তিনি। ‘করোনাকালে যোগই রক্ষাকবচ এবং এক দেশ, এক স্বাস্থ্য’ পরিকল্পনার কথা উল্লেখ করেন মোদি। তথ্যসূত্র: জিনিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


