রংপুর প্রতিনিধি: শিশুর আলোকিত ভবিষ্যতের সূচনা হোক শৈশবেই— এই লক্ষ্যকে সামনে রেখে রংপুরে চালু হচ্ছে লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাহার কাছনার নিউ মাস্টারপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানটির নিজস্ব ভবন ও স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ককরা হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানি, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুন্নবী ফুল, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক গবেষক ডা. হাসমত আলী, রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের আলতাফ হোসেন রাজু, কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা আবু তালেব, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম সোনা, মৌভাষা ইসলামিয়া ঔষধালয়ের কবিরাজ ওয়ালীউল্লাহ প্রামাণিক, ব্যাংকার আলতাফ হোসেন ও তৌহিদ-উল ইসলাম তুহিনসহ অনেকে।
কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানি তার বক্তব্যে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুলটি বাহার কাছনা নিউ মাস্টারপাড়ার উন্নয়নের জন্য ও শিক্ষার ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে পরিণত হবে এবং রংপুরের প্রথম সারির স্কুলের কাতারে অবস্থান করবে।’
এ ছাড়া স্কুলের সার্বিক উন্নয়নে পরামর্শ ও সহায়তার আশ্বাস দেন তিনি।
কাউন্সিলর নূরুন্নবী ফুলু বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান একটি অঞ্চলকে নিরক্ষরমুক্ত এবং আলোকিত করতে অগ্রণী ভূমিকা পালন করে। এর জন্য প্রয়োজন গুণগত শিক্ষা ও শিক্ষাপদ্ধতি।’
আলতাফ হোসেন রাজু বলেন, “আমরা স্থানীয় জনগণ আজ খুবই আনন্দিত এবং গর্বিত। ছাত্র-ছাত্রী ভর্তি, স্কুলের পরিবেশ এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমি এবং আমরা একত্রিত হয়ে কাজ করব।”
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কামরুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানটির লক্ষ্য হবে যুগোপযোগী ও উন্নত কলাকৌশলের মাধ্যমে শিক্ষার্থীর প্রতিভার সর্বোত্তম বিকাশ ঘটানো, যাতে তারা আদর্শ, নৈতিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।