বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আজ রিয়েলমি চীনে তাদের নতুন ‘নিয়ো’ স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে স্টাইলিশ ডিজাইন এবং স্পেসিফিকেশন সহ realme Neo7 SE এবং realme Neo 7x স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই realme 5G ফোনদুটি বড় ব্যাটারি, ওয়াটারপ্রুফ বডি এবং গেমিং ফিচার সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme Neo7 SE ফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে:
realme Neo7 SE এর স্পেসিফিকেশন
-6.78″ 1.5K LTPO Display
-MediaTek Dimensity 8400-MAX
-16GB RAM + 512GB Storage
-12GB memory expansion
-7,000mAh Battery
-80W Smart Flash Charge
-50MP Dual Rear Camera
-16MP Selfie Camera
ডিসপ্লে
realme Neo7 SE 5G ফোনে 6.78 ইঞ্চির বড় 1.5কে স্ক্রিন দেওয়া হয়েছে। 8T LTPO প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 6000nits আলট্রা হাই পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই রিয়েলমি ফোনের ডিসপ্লেতে 120হার্টস রিফ্রেশ রেট, 360হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 2600হার্টস ডিমিং এবং 450পিপিআই আউটপুট পাওয়া যায়। এই ফোনে আন্ডার স্ক্রিন অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর
realme Neo7 SE স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Realme UI 6.0 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে নতুন 4nm ফ্রেব্রিকেশন দিয়ে তৈরি 3.25GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 ম্যাক্স অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য রিয়েলমি ফোনে Mali-G720 GPU দেওয়া হয়েছে।
স্টোরেজ
চীনে রিয়েলমি নিয়ো 7 এসই ফোনটি তিনটি RAM সহ মডেল লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 8GB, 12GB এবং 16GB RAM দেওয়া হয়েছে। এই ফোনটিতে 12জিবি ডায়নেমিক RAM এক্সপেনশন ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 28GB RAM (16জিবি+12জিবি) এর পারফরমেন্স পাওয়া যায়। রিয়েলমি 5জি ফোনে LPDDR5X RAM এবং UFS4.0 Storage ফিচার দেওয়া হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য ফোনে realme Neo7 SE 5জি ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ ও আইওএস সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 লেন্স দেওয়া হয়েছে। একইসঙ্গে রেয়ার ক্যামেরা সেটআপে 8 মেগাপিক্সেল Ultra wide অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য realme Neo7 SE 5G ফোনে 80 ওয়াট ফ্ল্যাশ চার্জিং ফিচার সাপোর্টেড শক্তিশালী 7,000এমএএইচ ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 5 বছর পর্যন্ত ব্যাবহার করার পরও ব্যাটারি হেলথ 80% কম হবে না। রিয়েলমি পক্ষ থেকে ফোনটি 23 মিনিটের মধ্যে 0 থেকে 50% চার্জ হয়ে যাবে বলে জানানো হয়েছে।
অন্যান্য ফিচার
এই রিয়েলমি ফোনে ‘ফুল ওয়াটারপ্রুফ’ IP69 + IP68 + IP66 সার্টিফিকেশন রয়েছে। ফোনে নেটওয়ার্ক স্যাটেলাইট কানেক্ট করার জন্য Sky Communication System 2.0 ফিচার দেওয়া হয়েছে। হেভি গেমিং চলাকালীন ফোন ঠাণ্ডা রাখার জন্য Airflow Cold Front Cooling ফিচার এবং মোবাইল গেম চলাকালীন ফ্রেম রেট কমে যাওয়ার হাত থেকে সুরক্ষার জন্য GT Performance Engine যোগ করা হয়েছে।
প্রকাশ্যে রাজনৈতিক নেতাকর্মীরা অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে: আসিফ মাহমুদ
realme Neo7 SE এর দাম
8GB RAM + 256GB Storage – 1799 ইউয়ান (অর্থাৎ প্রায় 21590 টাকা)
12GB RAM + 256GB Storage – 1899 ইউয়ান (অর্থাৎ প্রায় 22890 টাকা)
12GB RAM + 512GB Storage – 2199 ইউয়ান (অর্থাৎ প্রায় 26490 টাকা)
16GB RAM + 512GB Storage – 2499 ইউয়ান (অর্থাৎ প্রায় 29990 টাকা)
realme Neo7 SE ফোনের ভ্যানিলা মডেল 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ভেরিয়েন্টের দাম 21 হাজার টাকা রাখা হয়েছে। অন্যদিকে ফোনের বড় 16GB RAM + 512GB ভেরিয়েন্টের দাম 30 হাজার টাকা রাখা হয়েছে। চীনে রিয়েলমি ফোনটি Blue Mecha (নীল), White Winged God of War (সাদা) এবং Dark Armored Cavalry (গ্রে) মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।