বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আমাদের সৌরজগতের বাইরে পৃথিবীর আকৃতির নতুন গ্রহ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আর এ গ্রহটি যে নক্ষত্রকে ঘিরে আবর্তন করছে তার স্থায়ীত্ব সূর্যের চেয়ে ১০০ গুণ বেশি। এ সংক্রান্ত গবেষণাটি ন্যাচার অ্যাস্ট্রোনমি সাময়িকীতে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট।
এতে বলা হয়, স্পেকুলুস-৩ বি নামের গ্রহটি পৃথিবী থেকে ৫৫ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটি সূর্য থেকে ১০০ গুণ কম উজ্জ্বল। এই নক্ষত্রটি সৌরজগতে থাকা বৃহস্পতি গ্রহের সমান। তাই একে বলা হচ্ছে অতি শীতল লাল বামন নক্ষত্র।
বিজ্ঞানীরা বলছেন, নতুন আবিষ্কৃত গ্রহটি আকারে আমাদের গ্রহের মতো। এটি প্রতি ১৭ ঘণ্টায় পুরো নক্ষত্রটিকে প্রদক্ষিণ করে ফেলে। এতে পৃথিবীর একদিনের চেয়ে কম সময়ে সেখানে বছর হয়।
বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লিজের গবেষক মাইকেল গিলন বলেন, স্পেকুলুস-৩বি গ্রহটি আমাদের পৃথিবীর আকারের। আমাদের ১৭ ঘণ্টায় সেখানে এক বছর হয়। সূর্য থেকে পৃথিবী যে শক্তি পায় সে তুলনায় স্পেকুলুস-৩বি তার নক্ষত্র থেকে ১৬ গুণ বেশি শক্তি পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।