জুমবাংলা ডেস্ক : বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য মার্কেটে সাড়ে ১৭ কেজি ওজনের তাইরা (লাক্কা) মাছ বিক্রি হয়েছে ৪৩ হাজার টাকায়। বুধবার সকালে বিএফডিসি মৎস্য মার্কেটে ডাকের মাধ্যমে ১ লাখ ৮ হাজার টাকা মণ দরে ৪৩ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। এ মাছটি সুন্দরবন সংলগ্ন এলাকায় বেশি পাওয়া যায়।
জানা যায়, বিএফডিসি মৎস্য মার্কেটের আড়তদার আ. ছালাম মিয়া মাছের ডাক তুললে ডাকে সর্বোচ্চ দাম দিয়ে পাইকার জাকির হোসেন ৪৩ হাজার টাকায় কিনে নেন।
পাথরঘাটা বিএফডিসি মার্কেটের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, মাছটি খোলা ডাকে ১ লাখ ৮ হাজার টাকা মণ দরে ক্রয় করেছি।
তিনি জানান, চট্টগ্রামের আড়ৎদার মাছটি কিনতে বলেছেন; অনেক বেশি দামে বিক্রি করা যাবে বলে আশা করা যায়।
এক চার্জেই চলবে ১২০ কিমি, পানির দামে আজই বাড়িতে আনুন এই ইবাইক
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, তাইরা মাছটি সামুদ্রিক মাছ। এটি সচরাচর পাওয়া যায় না। মাছটি খুব সুস্বাদু হওয়ায় চাহিদা অনেক বেশি। প্রচুর আয়োডিন থাকায় মাছটির দামও অনেক বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।