জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পদযাত্রা খুব বেশিদিনের নয়। ২০০৮ সালে সশস্ত্র বাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়টি। সদ্য ফোঁটা ফুলের মতোই শিক্ষা অঙ্গনে সুবাস ছড়িয়ে যাচ্ছে বিইউপি। দেশের সরকারি, বেসরকারি বিভিন্ন খাতে অবদান রাখছে এখানকার শিক্ষার্থীরা। তারা ছড়িয়ে পড়ছে দেশ ও জাতি গঠনের প্রত্যয়ে।
বিইউপির ২০১৭-১৮ সেশনের ইংরেজি বিভাগের ১৭ শিক্ষার্থী এখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক। কর্মক্ষেত্রে তাদের আদর্শ এবং মহানুভবতা মহান পেশা ‘শিক্ষকতা’-কে আরও বেশি প্রস্ফুটিত করছে। এ ব্যাচের ৩ শিক্ষার্থী শিক্ষকতার পেশায় যুক্ত হয়েছেন নিজ বিশ্ববিদ্যালয় বিইউপিতেই। তারা হলেন নুজহাত ফাতিমা, রিফা তাসনিয়া এবং আফরা ইবনাত।
ইংরেজি বিভাগের রিফাহ আফিয়া ইবনাত শিক্ষকতা করছেন মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে কর্মরত আছেন ৪ জন। সেখানে আছেন খাদিজাতুল কোবরা, ফারেন্দা তাসনিম, জান্নাতুল ফেরদৌস ও নওশীন তাবাসসুম মাশাবা।
গ্রিন ইউনিভার্সিটি এবং সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাউস্ট) কর্মরত আছেন আবতাহি হাজ্জাজ ও আফতাব জাহিন। শিক্ষাকে সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের কাছে শিক্ষার গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে তুলেছেন তারা। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) কর্মরত আছেন রুবিনা সুমাইয়া ও তাসনিম জেরিন। সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আছেন জারাহ মাহজাবিন ফাতিমা। এ ছাড়াও মিলেনিয়াম ইউনিভার্সিটিতে জেবুন নিসা এ্যানি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে উম্মে তাহমিনা মল্লিকা ও রামিসা আহমেদ এবং উত্তরা ইউনিভার্সিটিতে তামান্না তাসনিম আনিকা শিক্ষার জ্যোতি ছড়িয়ে যাচ্ছেন।
শিক্ষকতাকে পরম মমতায় নিয়ে কর্মক্ষেত্রে সম্মান কুড়িয়ে যাচ্ছেন বিইউপির এই শিক্ষার্থীরা। তাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।