Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ১৭ বছরের মধ্যে প্রথমবার মেয়েকে ছুঁয়ে দেখলেন বাবা
জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর

১৭ বছরের মধ্যে প্রথমবার মেয়েকে ছুঁয়ে দেখলেন বাবা

Shamim RezaJanuary 23, 20253 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মনসুর আলী সাবেক বিডিআরের একজন সদস্য ছিলেন। পিলখানা হত্যাকাণ্ডের পর তাকে যেতে হয়েছে জেলে। তিনি যখন জেলখানায় যান তখন তার মেয়ে মালিহার বয়স ছিল মাত্র তিন মাস। আজ দীর্ঘ ১৬ বছর পর জেলখানা থেকে ছাড়া পেয়েছেন মনসুর। সেই ছোট্ট তিন মাসের মালিহার বয়স আজ ১৭ বছর। এই প্রথম নিজের মেয়েকে ছুঁয়ে দেখলেন বাবা। বাবা-মেয়ের এই ভালোবাসার আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে।

Baba

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে ১৬ বছর জেল খাটার পর মনসুরের মতো আরও ১৭৭ জন সাবেক বিডিআরের সদস্য কারামুক্ত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে বের হয়ে স্বজনদের দেখে কারামুক্তরা খুশিতে আত্মহারা। তাদের এই খুশি চোখের জল হয়ে বের হতে থাকে। বিডিআর সদস্যদের চোখের জল দেখে তাদের পরিবারের সদস্যরাও অশ্রুসিক্ত হয়ে পড়েন। একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ১৬ বছর ধরে যারা কারাগারের লোহার গ্রিল দিয়ে একে অপরকে দেখতেন তাদের আজ একে অপরকে ছুঁয়ে দেখার সুযোগ হয়েছে।

বাবার মুক্তি উপলক্ষ্যে ১৭ বছরের মালিহা ঠাকুরগাঁও থেকে মায়ের সঙ্গে এসেছেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বাবার মুক্তির পর তিনি বলেন, বাবা যখন জেলে যায় তখন আমার বয়স ছিল তিন মাস। এখন আমার বয়স ১৭। আজ বাবা বের হয়েছেন এর চেয়ে আনন্দের কিছু হয় না।

মুক্ত খোলা আকাশে আসার পর মনসুর আলী বলেন, জেলে যাওয়ার আগে স্ত্রীকে বলে গেলাম আমার দুটি সন্তানকে আমানত হিসেবে তোমার কাছে দিয়ে গেলাম। যদি ফিরে না আসতে পারি তাহলে আমাকে মাফ করে দিও।

কারাগার থেকে মুক্ত হয়ে এক বিডিআর সদস্য বলেন, পিলখানার ঘটনা যখন ঘটে আমার তখন চাকরির বয়স মাত্র এক বছর। আমি কোনো কিছু জানতামও না বুঝতামও না, কীভাবে কী হয়েছে। আমি নির্দোষ ছিলাম, আমাকে বিনা কারণে ১৬টি বছর জেলখানায় থাকতে হয়েছে। আমার মতো অনেকের অনেক বড় সাজা হয়েছে কিন্তু তারাও আমার মতো এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল না।

আরেক বিডিআর সদস্য বলেন, বিনা কারণে ১৬টি বছর কারাবাস করলাম। আমার পরিবারের এখন আর কেউ নেই সবাই মারা গেছেন। সবাইকে হারিয়েছি আমি। বাবা-মাসহ আর কেউ বেঁচে নেই।

এ বিষয়ে কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স-ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির বলেন, কেরানীগঞ্জ ও কাশিমপুর থেকে সাবেক বিডিআরের সদস্যদের কারামুক্তি হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৩ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ২৭ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ৯৫ জন ও কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ জনসহ মোট ১৭৮ জন সাবেক বিডিআর সদস্য আজ কারাগার থেকে মুক্ত হয়েছেন।

এর আগে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআরের ১৭৮ সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত এসব আসামিদের নাম প্রকাশ করেছেন। বুধবার তাদের জামিননামা দাখিল করা হয়।

বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাইছে : উপদেষ্টা নাহিদ

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ১৭ ছুঁয়ে দেখলেন প্রথমবার বছরের বাবা বিডিআরের সদস্য বিভাগীয় মধ্যে মেয়েকে, রংপুর সংবাদ
Related Posts

এ কে খন্দকারের জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

December 21, 2025
তাপমাত্রা

সারাদেশে তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি, থাকবে ঘন কুয়াশা

December 21, 2025
নেত্রকোনা

নেত্রকোনায় বসতঘরে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ

December 21, 2025
Latest News

এ কে খন্দকারের জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

তাপমাত্রা

সারাদেশে তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি, থাকবে ঘন কুয়াশা

নেত্রকোনা

নেত্রকোনায় বসতঘরে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ

জাতীয় চাঁদ দেখা কমিটি

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

বৈঠকে সিইসি

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

সিইসির বৈঠক

তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক দুপুরে

শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

পোস্টাল ব্যালট

সংসদ নির্বাচন : সাড়ে পাঁচ লাখেরও বেশি প্রবাসীর নিবন্ধন

সুখবর

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.