১৭ বছর বয়সে মা হয়েছিলেন রানি মুখার্জি, গোপন তথ্য ফাঁস

রানি মুখার্জি

বিনোদন ডেস্ক : ১৭ বছর বয়সে মা হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। সম্প্রতি ‘কুছ কুছ হোতা হ্য়ায়’ খ্যাত এই নায়িকার একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি ফাঁস করেন এমন গোপন তথ্য।

রানি মুখার্জি

বর্তমানে তিনি বর্তমানে ৪৫ বছর বয়সের মধ্যবয়সী এক নারী। কাজ করছেন গল্পপ্রধান চরিত্রে। অথচ যখন তার ক্যারিয়ার মাত্র শুরু হয় তখনই মায়ের চরিত্রে অভিনয় করেন রানি। তখন তার বয়স ছিল ১৭ বছর। তরুণী বয়সে এবং নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরুর সময়েই মায়ের চরিত্রে অভিনয়, বিষয়টি নিয়ে বেশ শঙ্কায় ছিলেন অভিনেত্রী।

ভাইরাল ওই সাক্ষাৎকারে রানি বলেন, যখন আমি ‘কুছ কুছ হোতা হ্য়ায়’ করেছিলাম, তখন আমার বয়স ছিল ১৭। এত অল্প বয়সে মায়ের চরিত্রে অভিনয় করার সময় খুব নার্ভাস লেগেছিল। তাও ভাগ্যিস পরে টিনা চরিত্রটির মৃত্যু হয়। না হলে পুরো ছবি জুড়ে মা হয়ে ঘুরতে হতো।

প্রসঙ্গত, ২০১৪ সালে যশ চোপড়ার ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখোপাধ্যায়। ২০১৫ সালে জন্ম হয় মেয়ে আদিরার। মেয়ে হওয়ার আগে থেকেই সিনেমার পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মেয়ে একটু বড় হতেই ফের ফেরেন বলিউডের পর্দায়।

নিজেই নিজের পশ্চাৎদেশে কামড় খেতে চান সালমান খান

সবশেষ রানি মুখোপাধ্যায়কে দেখা গেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে। এতে এক লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। যে তার সন্তানদের ফিরে পেতে নরওয়ে সরকারের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধে নামেন। ছবিতে রানির বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।