জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার দায়ে ১৭০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
রোববার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাটে মৎস্য দপ্তর, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মাছগুলো জব্দ করা হয়।
পরে রাত সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মোমিনের উপস্থিতিতে ১০০ কেজি মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয় এবং বাকি মাছ পাঁচ লাখ ৮৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানান, ১৭০০ কেজির বেশি মাছ জব্দ করে পাঁচ লাখ ৮৬ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়েছে। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।