জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের চর এলাকায় শনিবার এক জেলের জালে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। পরে বিশ হাজার টাকায় মাছটি মো. ফুল মিয়া নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন ওই জেলে।
পরে ফুল মিয়া মাছটি কেটে ১২০০ টাকা কেজি দরে বিক্রি করেন। তিনি জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি এবং বজ্রবৃষ্টির কারণে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বোয়াল মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে। বিভিন্ন এলাকা থেকে মাছ কিনে কেটে খুচরা বিক্রির কথা জানান তিনি।
ফুল মিয়া আরও জানান, বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, রাজনীতিবিদরা তার কাছ থেকে এসব মাছ কিনে নেয় বলে জানা গেছে। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন ওজনের মাছ কেউ চাইলে তাকে পৌঁছে দেয়ার কথাও বলেন তিনি।
উপজেলার মৎস্য অফিসার মো. নুরুজ্জামান খান জানান,এ সময়ে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় বড় বড় মাছ ধরা পড়ছে। এরকম মাছ ধরা পড়লে জেলে ও ব্যবসায়ী উভয়ই খুশি হয়। মৎস্য বিভাগের পক্ষ থেকে এই এলাকায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে চেষ্টা করা হচ্ছে। যেন তারা নদীতে বংশ বিস্তার করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।