বড়শিতে ধরা পড়লো ১৮ কেজির কোরাল, বিক্রি হলো যত টাকায়

২৪ কেজির কোরাল

জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যান সবুর মিয়া নামে এক জেলে। শনিবার সকালে বড়শি ফেলে ঘণ্টাখানেক অপেক্ষার পর ধরা পড়ে বিশাল এক কোরাল। মাছটির ওজন ১৮ কেজি। কোরাল মাছটি শরণখোলা উপজেল সদরের রায়েন্দা মাছের বাজারে ওঠানোর পর দাম হাকা হয় সাড়ে ২৪ হাজার টাকা।
২৪ কেজির কোরাল
পরে বিশাল এই কোরাল ১ হাজার ১০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী সেল মিয়া। বিশাল এই মাছটি এক নজর দেখার জন্য ভিড় করছেন ক্রেতা ও উৎসুক মানুষ।

মাছ ব্যবসায়ী রাসেল মিয়া জানান, কোরাল মাছটি বাজারে ওঠানোর পর প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করার আশা তার। ক্রেতারা দরদাম করছেন। এখনো কাঙ্খিত দাম বলেননি কেউ। মাছটি রায়েন্দা বাজারের বিক্রি করা সম্ভব না হলে রাতে ঢাকায় পাঠানো হবে।

শরণখোলা সদরের রায়েন্দা বাজারের মাছ ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিককালে বলেশ্বর নদীতে এতো বড় কোরাল মাছ কোনো জেলের জালে বা বড়শিতে ধরা পড়েনি। তাই মাছটি দেখার জন্য অনেকেই ভিড় করছেন।

তিন দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম