ঐশ্বরিয়ার ১৮ তলার ফ্ল্যাট থেকে যে কারণে ঝাঁপ দিতে চেয়েছিলেন সালমান

সালমান ও ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও সালমান খান। পর্দায় রোমান্টিক জুটি হিসেবে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয় ছুঁয়েছিলেন তারা। পর্দার প্রেম যেন বাস্তবেও রূপায়িত হয়েছিল এই সাবেক প্রেমিক যুগলের জীবনে।

সালমান ও ঐশ্বরিয়া

তবে খুব বেশিদিন টেকেনি সম্পর্কটি। এবার জানা গেল, ঐশ্বরিয়ার ১৮ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিতে চেয়েছিলেন সালমান।

দীর্ঘদিন ধরেই ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে। এমন কি বিচ্ছেদের পথেও নাকি হাঁটতে চলেছেন এই তারকা দম্পতি। এর মাঝেও ফের গুজন উঠেছে ঐশ্বরিয়া-সালমানকে নিয়ে। তার এমন বিপদে নাকি পাশে এসে দাঁড়িয়েছেন অভিনেত্রীর এই প্রাক্তন প্রেমিক।

সম্প্রতি মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে একটা ভিডিও দেখে দাবি উঠতে থাকে সালমান আর ঐশ্বরিয়া নাকি ভরা পার্টিতে একে-অপরকে জড়িয়ে ধরেছেন। যদিও পরে দেখা যায়, ওই নারী আসলে সুরজ পাঞ্চোলির বোন ছিলেন। তবে তার পর থেকেই ফের চর্চায় উঠে এসেছে সালমান আর ঐশ্বরিয়ার সম্পর্ক। প্রেম থেকে বিচ্ছেদ, নতুন করে শুরু হয়েছে চর্চা।

জানা গেছে, ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানম’র সেটে শুরু হয়েছিল ঐশ্বরিয়া-সালমানের প্রেমকাহিনি। তবে ২০০২ আসতে না আসতেই তা এক তিক্ত মোড় নেয়। সলমান যদিও তখন ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য বলেছিলেন, সব জুটিদের মধ্যেই তো ঝামেলা হয়।

তবে ঐশ্বরিয়া সাফ জানিয়ে দেন, সালমান তাকে শারীরিক, মানসিক নির্যাতন করেছেন। দিয়েছেন অকথ্য গালাগাল। বিচ্ছেদের পর একটি হৃদয়বিদারক বার্তাও ভাগ করে নিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে সম্পর্ক ভাঙার কারণ অভিনেত্রী হিসেবে জানান, সালমান মদ্যপ অবস্থায় তার ওপর অত্যাচার করতেন শারীরিক ও মানসিকভাবে। শুধু তাই নয়, করতেন গালাগালও। তাই নিজের সম্মানের কথা মাথায় রেখেই নিয়েছিলেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। ঐশ্বরিয়ার বিশ্বাস ছিল— তার জায়গায় অন্য কোনো আত্মমর্যাদাসম্পন্ন নারী থাকলেও তেমনটাই করতেন।

বলিপাড়ায় শোনা যায়, চলতে চলতে সিনেমা থেকে ঐশ্বরিয়া রাইকে সরিয়ে দেওয়া হয়েছিল সালমানের কারণেই। পরে সেই জায়গায় এসেছিলেন রানি মুখার্জি। সেটে ঐশ্বরিয়াকে দেখতে এসে সবার সামনেই নাকি ঝামেলা করেছিলেন সালমান। এমনকি হাতাহাতিও হয়েছিল শাহরুখ খানের সঙ্গে। কিং খান আর ঐশ্বরিয়াকে নিয়ে ব্যাপক সন্দেহও করতেন বলে অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে।

শুধু তাই নয়, ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন সালমান। কিন্তু তখনই বিয়ে করতে রাজি ছিলেন না অভিনেত্রী। যা নিয়ে রীতিমতো কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে।

ওয়ালটন হেডকোয়ার্টার্সে ‘ইডকল’-এর অর্থায়নে সোলার প্ল্যান্ট স্থাপন

মূলত সেই ঘটনার রেশ ধরেই নাকি মাঝ রাতে ঐশ্বরিয়ার ১৮ তলার ফ্ল্যাটে চলে আসেন সালমান। ক্রমাগত দরজায় ধাক্কা দিতে থাকেন। ওই ১৮ তলা থেকে ঝাঁপ দেওয়ার হুমকিও দিতে থাকেন, যা চলেছিল রাত ৩-৪টা পর্যন্ত বলে জানিয়েছিলেন প্রতিবেশীরা। অনবরত ধাক্কা মারার কারণে রক্ত পড়ছিল ঐশ্বরিয়ার হাত থেকে। একসময় বাধ্য হন ঐশ্বরিয়া সালমানকে তার ফ্ল্যাটে প্রবেশ করতে দিতে।