বিনোদন ডেস্ক : সোনিয়া ছোটবেলায় বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছেন। চলচ্চিত্রাঙ্গনে পা রাখার পূর্বে তিনি বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেছেন। সোনিয়া নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে জন্মগ্রহণ করেন ১৯৭৯ সালে। তার বাবা প্রখ্যাত উকিল সুবহান মালেক মির্জা এবং মা বিশিষ্ট নারী নেত্রী কানিজ আফরোজ আরা।
সেই নব্বই দশকের কথা। একের পর এক দর্শক প্রিয় সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। তবে হুট করেই রুপালি পর্দাকে বিদায় জানিয়ে ব্যক্তিগত জীবনে মন দিয়েছেন সোনিয়া। চলচ্চিত্রাঙ্গনে তার যোগাযোগ নেই বললেই চলে।
টানা ১৮ বছর যুক্তরাজ্যে বসবাসের পর বাংলাদেশে এসেছেন এই অভিনেত্রী। তাও কয়েক দিনের ঝটিকা সফরে এসেছেন তিনি। গত ২৫ ডিসেম্বর চলচ্চিত্র ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতেও অংশ নেন তিনি। এদিন সহকর্মীদের সঙ্গে আনন্দে দিনটি কাটিয়েছেন এই নায়িকা।
দেশে ফেরা প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘দীর্ঘ সময় পর দেশে এসেছি। করোনা সংকট না হলে ২০২০ সালেই দেশে ফিরতাম। বিমানের টিকিটও করা ছিল। করোনার কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়। আরও কিছুদিন দেশে থাকার ইচ্ছা রয়েছে। আশা করছি, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে লন্ডনে ফিরব।’
জানা যায়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশে এসেছেন সোনিয়া। স্বামী ছাড়া পরিবারের অন্য সদস্যরাও তার সঙ্গে রয়েছেন। তিন সন্তানের মা সোনিয়া। ১১ জানুয়ারি ফের লন্ডনে উড়াল দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
প্রসঙ্গত, ১৯৯১ সালে ‘মাস্তান রাজা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্রে অভিনয় শুরু। এরপর অভিনেতা রাজ্জাকের নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে ‘প্রেম শক্তি’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন। ১৯৯২ সালে আফজাল হোসেন ও সাইদুল আনাম টুটুলের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন তিনি। সোনিয়া সর্বশেষ অভিনয় করেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুভ বিবাহ’ চলচ্চিত্রে। এরপর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।