আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পাইকারি বাজারে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিসহ ১০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে পুলিশের জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) ও ফেডারেল রিজার্ভ ইউনিট (এফআরইউ) এবং ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এক বিবৃতিতে জিওএফ সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার জুলকিফলি জোনিত জানান, অভিযানকারী দল ১৯ বাংলাদেশি, ২৮ ইন্দোনেশিয়ান, মিয়ানমারের ৪৬ নাগরিক এবং ১৩ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে।
তিনি বলেন, অভিবাসীদের বৈধ কাগজপত্র না থাকায় অভিবাসন আইনের ধারাসহ বিভিন্ন অপরাধের জন্য গ্রেফতার করা হয়। গ্রেফতারদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সন্দেহজনক কার্যকলাপ ও অবৈধ অভিবাসীদের গ্রেফতারে সময়ে সময়ে যৌথ অভিযান চালিয়ে যাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।