বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নিজেদের তৈরি প্রথম প্রজন্মের ঘড়িকে অচল হিসেবে ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ২০১৫ সালে এ ঘড়িটি উন্মোচিত হয়, যেটির দাম ছিল ১৭ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ৭০ হাজার ১৬৪ টাকা)। অ্যাপল বলছে, তারা এই ঘড়িটিকে আর ঠিক করে দেবে না। এছাড়া এটির কোনো সংস্করণ আনা হবে না। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ভার্জের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০১৫ সালে উন্মোচিত ঘড়িটি ১০ হাজার ডলার থেকে ১৭ হাজার ডলারে বিক্রি হয়েছে। এটি মাত্র এক বছরই বিক্রি হয়েছে। আর এই ঘড়ির গ্রাহকদের জন্য সাত বছরের ওয়ারেন্টি সুবিধা রেখেছিল অ্যাপল। ঘড়িতে ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই অচল শুধু সফটওয়্যার নয় হার্ডওয়্যারের বিষয়টিও বোঝানো হয়েছে। এখন থেকে অ্যাপল স্টোরে ওই ঘড়ির কোনো সরঞ্জাম পাওয়া যাবে না। এছাড়া অ্যালুমিনিয়াম এবং স্টেইনলেস-স্টিলের তৈরি অ্যাপলের প্রথম প্রজন্মের ঘড়িকেও অচল হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এর দাম ছিল ১ হাজার ২৯৯ ডলার ( বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪১ হাজার ৯০২ টাকা)।
অ্যাপলের ওয়েবসাইট অনুযায়ী, যদি কোনো পণ্য সাত বছর উৎপাদন না করা হয় তাহলে সেটিকে প্রযুক্তিগতভাবে অচল হিসেবে বিবেচনা করা হয়। অ্যাপলের প্রথম প্রযুক্তির ঘড়িটিও সাত বছর ধরে আর উৎপাদন হচ্ছে না।
সোনার তৈরি অ্যাপলের এই ঘড়ি তৈরি প্রজেক্টটি ছিল প্রতিষ্ঠানটির সাবেক প্রধান ডিজাইন্যাড় জনি আইভের। বাজারে আসার পর অনেক তারকাকেই এই ঘড়ি পরতে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।