জুমবাংলা ডেস্ক : রাজশাহীর পবায় কোল্ড স্টোরেজ থেকে ১ হাজার ৯৫৭ বস্তা আলু জব্দ করেছে স্থানীয় প্রশাসন। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আমান ও রহমান কোল্ড স্টোরেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান।
ভ্রাম্যমাণ আদালতের তথ্য সূত্রে জানা গেছে, উপজেলার আমান কোল্ড স্টোরেজে ৪৫২ বস্তা ও রহমান কোল্ড স্টোরেজে ১৫০৫ বস্তা আলু ন্যায্যমূল্যে বিক্রির জন্য জব্দ করা হয়েছে। উপস্থিত ক্রেতাদের উপস্থিতিতে খোলা বাজারে ডাকের মাধ্যমে প্রতিকেজি আলু ৩৯ টাকা পাইকারি দরে বিক্রি করা হয়। যা ভোক্তাদের মাঝে খুচরা দরে প্রতি কেজি আলু ৪৫ টাকা দরে বিক্রি করা হবে।
আলুর বাজারে কয়েক দফা মূল্য বৃদ্ধি নিয়ে চলমান অস্থিরতা ঠেকাতে সম্প্রতি পাইকারি ও খুচরাপর্যায়ে আলুর দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। সেই নির্দেশনা বাস্তবায়নে পবার উপজেলায় বিভিন্ন হিমাগারে নির্ধারিত সময়ের পরও মজুতকৃত আলু ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ন্যায্যমূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়েছে। ৩০ নভেম্বরের পর হিমাগারে আলু রাখা যাবে না, এই সরকারি আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।