জুমবাংলা ডেস্ক : সরকার দাম কমালেও রাজধানীর বাজারগুলোতে সয়াবিন তেল বিক্রি হচ্ছে আগের দামেই। এতে করে ক্রেতা-বিক্রেতারা জড়িয়ে পড়ছেন বাগ্বিতণ্ডায়।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারে সয়াবিন তেলের দাম কমিয়েছিল ১৪ টাকা, যা বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায়, এখনো ব্যবসায়ীরা আগের ১৯৮ টাকা লিটারে তেল বিক্রি করছেন।
নতুন দাম অনুযায়ী, ১ লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৬ টাকা এবং ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা। ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাম তেলের দাম ৬ টাকা কমিয়ে ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
কিন্তু শুক্রবার (২২ জুলাই) সেগুনবাগিচা, ফকিরাপুল, মতিঝিল এজিবি কলোনি ও শান্তিনগর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করছেন ১৯৬-১৯৮ টাকা দরে। বিভিন্ন ব্র্যান্ডের পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৯৮০-৯৯০ টাকায়।
দাম কমানোর সরকারি নির্দেশনার পরও ব্যবসায়ীরা আগের দামে তেল বিক্রি করায় ক্ষেপেছেন ক্রেতারা। সেগুনবাগিচার একটি মুদির দোকানের সামনে কথা হয় ব্যাংক কর্মকর্তা আসাদ হাবিবের সঙ্গে। তিনি বলেন, দাম কমেছে শুনে তেল কিনতে আসলাম। এখন দেখি কিসের কী! আগের দামেই বিক্রি হচ্ছে।
একই অভিযোগ শান্তিনগরে তেল কিনতে আসা সায়মা রহমানের। তিনি বলেন, ব্যবসায়ীদের ধাপ্পাবাজির শেষ নেই। তারা বলছে আগে বেশি দামে কিনেছে, তাই এখন বেশি দামে বিক্রি করছে। এতে করে সরকারি নির্দেশনার দাম থাকল কই!
এ ব্যাপারে ব্যবসায়ীরা বলছেন, আগের তেল বিক্রি না করে নতুন দাম কার্যকর করা যাবে না। নতুন দাম কার্যকরে আরও ৮-১০ দিন সময় লাগবে।
শান্তিনগরের মুদি দোকানদার মো. হানিফ বলেন, লোকসান দিয়ে তেল বিক্রি করব না। আগে স্টকের তেল শেষ হোক, তারপর সরকারের নির্দেশনা মানবো। ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা বলছেন, নতুন দামে তেল পেতে আরও ৫-৭ দিন সময় লাগবে।
চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে বিশ্বের নেতৃস্থানীয় ভোগ্যপণ্যের মার্কেটপ্লেস যুক্তরাষ্ট্রের কমোডিটি এক্সচেঞ্জ শিকাগো বোর্ড অব ট্রেডে প্রতি টন সয়াবিন তেলের দাম ওঠে ১ হাজার ৯৫০ ডলার। ওই সময় বাংলাদেশে এক ডলার কিনতে খরচ হত ৮৬ টাকা।
সে হিসাবে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল ১৫৩ টাকা। বাজারে গত ১৪ জুলাই প্রতি টন সয়াবিন বিক্রি হয় ১ হাজার ৩১৮ ডলারে। প্রতি ডলার ৯৩ টাকা ৯৫ পয়সা ধরে লিটারপ্রতি দর দাঁড়ায় ১১৩ টাকা। অর্থাৎ দুই মাসে বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম কমেছে ৬৩২ ডলার বা ৩২ শতাংশ। এর পরই দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমায় সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।