গত ডিসেম্বরে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ান প্লাস তাদের নতুন সফটওয়্যার আপডেট পলিসি ঘোষণা করেছে। ক্লাউড ইলেভেন লাঞ্চ ইভেন্টে ওয়ান প্লাস ঘোষণা করেছে যে, তাদের OnePlus 11 5G ফাইভ-জি স্মার্টফোনটি ভবিষ্যৎ এ এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের চারটি মেজর আপডেট গ্রহণ করবে।
তবে একই ঘোষণা OnePlus 11R স্মার্টফোনের ক্ষেত্রে দেওয়া হয়নি। যদিও এই হ্যান্ডসেটটি ওই ইভেন্টে সবার সামনে উন্মোচনের ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমানে ওয়ান প্লাস সাপোর্টিং টিম অফিশিয়ালি OnePlus 11R ডিভাইসের জন্য সফটওয়্যার আপডেট পলিসি ঘোষণা করেছে।
এক টুইটে সাপোর্টিং টিম জানায় যে, OnePlus 11R স্মার্টফোনটি ভবিষ্যৎ এ চারটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট গ্রহণ করবে। পাশাপাশি পাঁচ বছরের সকল সিকিউরিটি আপডেট পর্যায়ক্রমে ওই স্মার্টফোনে দেওয়া হবে।
ওয়ান প্লাস এর রিলিজ করা নতুন স্মার্টফোনে OxygenOS ব্যবহার করা হবে। এটি এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম এর উপর ভিত্তি করে পরিচালিত হবে। মোবাইলটির ব্যবহারকারীরা একদম শুরু থেকেই android 13 অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন।
কোম্পানির এ ঘোষণার মাধ্যমে এখন নিশ্চিত হওয়া গেল যে মোবাইল ফোনটি ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমটি সাপোর্ট করবে। আপনি ৪৫ হাজার রুপির মধ্যে খুব কম স্মার্টফোন পাবেন যেখানে এতদিন পর্যন্ত মেজর সফটওয়্যার আপডেট দেওয়া হবে।
অধিকাংশ ডিভাইস দুইটি বা তিনটি মেজর আপডেট দিয়ে থাকে। যেসব ব্যবহারকারীরা একটি স্মার্টফোন লম্বা সময় ধরে ব্যবহার করে থাকেন এবং সফটওয়্যার এর ফিচারসমূহ যারা পছন্দ করেন তাদের জন্য ওয়ান প্লাসের রিলিজ হওয়া নতুন ফোন উপযুক্ত হবে।
যারা দীর্ঘ সময় ধরে সফটওয়্যার এর নতুন ফিচার পরীক্ষা করে দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি নিঃসন্দেহে ভালো খবর। অনেক কাস্টোমার সফটওয়্যার আপডেট ও ফিচারের উপর ভিত্তি করে স্মার্টফোন ক্রয় করে থাকেন। ওয়ান প্লাসের মত গুগল, স্যামসাাং এবং অপো তাদের কাস্টমারদের এই সুবিধা দিয়ে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।