জুমবাংলা ডেস্ক : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটন স্পট ‘দেবতাখুম’ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভা ও ৪ ফেব্রুয়ারি রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশের ভিত্তিতে ‘দেবতাখুম’ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোয়াংছড়ি উপজেলা পর্যটক গাইড অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ক্যাসিং মারমা জানিয়েছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশি-বিদেশি পর্যটকদের সেবা দিতে তারা প্রস্তুত। দীর্ঘ দিন পর্যটক ভ্রমণ বন্ধ থাকায় রোয়াংছড়ি উপজেলার ব্যবসা-বাণিজ্য থমকে গিয়েছিল। দেবতাখুম খুলে দেয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
গত ১ বছর থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে রোয়াংছড়ির দেবতাখুম খুলে দেয়া হলেও এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে রুমা এবং থানচি উপজেলায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।