বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ ১০০০ সিসির স্পোর্টস বাইক আনল। হাজার সিসি ইঞ্জিনের এই বাইক রেসিং বাজার দাপিয়ে বেড়ায়, এবার নয়া ভার্সনে এল।
সম্প্রতি বিএমডব্লিউ মোটোরাড ভারতে তাদের ১০০০ সিস ইঞ্জিন যুক্ত স্পোর্টবাইকের উপর থেকে পর্দা সরাল। এটি হচ্ছে বিএমডব্লিউ এস ১০০০ আরআর মডেলের নয়া ভার্সন।
নয়া ভার্সনের ডিজাইনে কেবলমাত্র পরিবর্তন ঘটানো হয়েছে। কারিগরি দিক থেকে আগের মতোই রাখা হয়েছে। চলুন বাইকটির প্রসঙ্গে বিশদে জেনে নেওয়া যাক।
বিএমডব্লিউ এস ১০০০ আরআর ২০২৫ মডেলের সামনের অংশ আগের তুলনায় আরও বেশি বড়। এতে দেওয়া হয়েছে কার্ভি হেডল্যাম্প কাউল। আবার উইঙ্গলেটের আকার পূর্বের তুলনায় বাড়ানো হয়েছে যা এম ১০০০ আরআর-এর সমান বলা যায়। কার্যকারিতার দিক থেকে এটি আগের চাইতে আরও বেশি আধুনিক এবং আরও বেশি শক্তিশালী।
ফেয়ারিংয়ের আকার ২০০৯ মডেলের সঙ্গে সমান। এছাড়া দেওয়া হয়েছে বা দিকে একটি এগজিস্ট ভেন্ট এবং ডান দিকে গিল। বিএমডব্লিউ তাদের এই বাইকের ফ্রন্ট ফেন্ডারে দেওয়া হয়েছে ব্রেক কুলিং ডাক্ট। এর কাজ ট্র্যাকে ডিস্ক ব্রেক ঠান্ডা করা।
ফিচারের প্রসঙ্গে বললে, বাইকটিতে স্ট্যান্ডার্ড হিসাবে রয়েছে প্রো রাইডিং মোড এবং এম কুইক-অ্যাকশন থ্রটেল। এটি আগের মতোই একটি ৯৯৯ সিসি, ইনলাইন-ফোর সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে। এটি থেকে ২০৬.৫১ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হবে।
উল্লেখযোগ্য ফিচার হিসাবে রয়েছে ট্রাকশন কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল ফাংশন, ব্রেক স্লাইড অ্যাসিস্ট সহ এবিএস, চারটি রাইড মোড (রেইন, রোড, ডায়নামিক এবং রেস), হিল স্টার্ট কন্ট্রোল, বাই-ডিরেকশনাল কুইকশিফটার, লঞ্চ কন্ট্রোল এবং পিট লেন লিমিটার। বিশ্ববাজারে উন্মোচিত বিএমডব্লিউ এস ১০০০ আরআর ২০২৫ মডেল তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয় – স্ট্যান্ডার্ড, প্রো এবং প্রো এম স্পোর্ট। এর বর্তমান দাম ভারতে ২০.৭৫ লাখ থেকে ২৫.২৫ লাখ রুপি ধার্য করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।