বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বব্যাপী স্যামসাং-এর রিটেইল শপে আজ (শুক্রবার) থেকে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের ফোন। নতুন এই সিরিজটিতে আছে তিনটি মডেল- গ্যালাক্সি এস২৫ (বেজ মডেল), গ্যালাক্সি এস২৫+ (প্লাস) ও গ্যালাক্সি এস২৫ আলট্রা। গত ২২ জানুয়ারি উন্মোচনের পর থেকেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির প্রি-অর্ডার নিতে শুরু করে স্যামসাং, যা গতকালই (বৃহস্পতিবার) শেষ হয়েছে। আজ থেকে রিটেইল শপে দেখা যাবে এস২৫ সিরিজের ফোনগুলো।
উন্মোচন অনুষ্ঠানেই স্যামসাং ঘোষণা করেছে যে, ৭ ফেব্রুয়ারি থেকে স্যামসাং-এর রিটেল শপে দেখা যাবে গ্যালাক্সি এস২৫ সিরিজের মডেলগুলো। সে অনুযায়ী আজ থেকেই প্রি-অর্ডার করা ফোনগুলো পৌঁছাতে শুরু করবে গ্রাহকদের হাতে।
একাধিক এআই ফিচার দিয়ে সাজানো এস২৫ সিরিজের ফোনগুলোতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকমের উন্নত স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। থাকছে ১২ জিবি র্যাম। এছাড়া ১২৮জিবি থেকে শুরু করে ১টিবি পর্যন্ত স্টোরেজ অপশন রয়েছে ব্যবহারকারীদের জন্য।
স্যামসাং নিয়ে এল গ্যালাক্সি এস২৫, ফিচারসহ দাম জেনে নিনস্যামসাং নিয়ে এল গ্যালাক্সি এস২৫, ফিচারসহ দাম জেনে নিন
বিশ্ববাজারে এস২৫ সিরিজের বেজ মডেলটির দাম শুরু ৭৯৯.৯৯ ডলার থেকে। অন্যদিকে এস২৫ প্লাস ও এস২৫ আলট্রার দাম শুরু যথাক্রমে ৯৯৯.৯৯ ডলার ও ১২৯৯.৯৯ ডলার থেকে।
বাংলাদেশে আসছে কবে, কত দাম?
স্যামসাং বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস২৫ প্লাস ও আলট্রা মডেল দুটির প্রি-অর্ডার নেওয়া শুরু করে গত ২৯ জানুয়ারি থেকে। বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজের গ্যালাক্সি এস২৫ আলট্রা মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৯৯৯ টাকা। এই ফোনটিতে ব্যবহারকারী পাচ্ছেন ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরাসহ কোয়াড ক্যামেরা সেটআপ। দেশের বাজারে টাইটেনিয়াম ব্ল্যাক ও টাইটেনিয়াম সিলভার ব্লু- এই দুটি রঙে পাওয়া যাচ্ছে এই মডেলটি।
বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফোনের প্রি-অর্ডার শুরুবাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফোনের প্রি-অর্ডার শুরু
অন্যদিকে, গ্যালাক্সি এস২৫ প্লাসেও রয়েছে ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ। এর দাম ধার্য করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৯৯৯ টাকা। নেভি ও সিলভার শ্যাডো দুটি রঙের মধ্য থেকে একটিকে বেছে নেওয়ার সুযোগ থাকছে ব্যবহারকারীদের।
বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস২৫ সিরিজের দুটি মডেলেই ইন্সট্যান্ট ক্যাশব্যাক ও বোনাসের মতো আকর্ষণীয় অফার রয়েছে স্যামসাংয়ের তরফ থেকে।
তথ্যসূত্র: স্যামসাং
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।