আন্তর্জাতিক ডেস্ক : ৫২ বছর বয়সি ড্রেউইট ও ২৭ বছর বয়সি স্কট বেশ কিছু দিন ধরেই সমকামী সম্পর্কে রয়েছেন। ১২ অগস্ট সারোগেট পদ্ধতিতে এক পুত্রসন্তান হয় তাঁদের। তাকেই একটি ২২ কোটি টাকা মূল্যের প্রমোদতরী উপহার দিলেন তাঁরা।
পুত্রসন্তানের আগমনে আত্মহারা দুই পিতা ব্যারি ড্রেউইট-বার্লো ও স্কট হাচিনসন। ছোট থেকেই যাতে সন্তানের বিলাসব্যসনে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতে সদ্যোজাত সন্তানকে ২৮ লক্ষ ডলার মূল্যের প্রমোদতরী কিনে দিলেন তাঁরা। ভারতীয় মুদ্রায় যা ২২ কোটি টাকারও বেশি।
৫২ বছর বয়সি ড্রেউইট ও ২৭ বছর বয়সি স্কট বেশ কিছু দিন ধরেই সমকামী সম্পর্কে রয়েছেন। ১২ অগস্ট সারোগেট পদ্ধতিতে এক পুত্রসন্তান হয় তাঁদের। দু’জনে ছেলের নাম রাখেন রোমিয়ো টারকুইন। সেই পুত্রকেই ২২ কোটি টাকারও বেশি দামের প্রমোদতরী কিনে দিয়েছেন তাঁরা। সঙ্গে উপহার দিয়েছেন বাহারি জামাকাপড়ে বোঝাই একটি আলমারিও। এই আলমারিতে প্রায় ২৮ লক্ষ টাকার পোশাক আছে।
বর্তমান সঙ্গী স্কটের আগে ব্যারি ড্রেউইটের সম্পর্ক ছিল টনি ড্রেউইট নামে এক ব্যবসায়ীর সঙ্গে। ব্যারি ও টনি ড্রেউইট ব্রিটেনের প্রথম সমকামী দম্পতি যাঁরা সারোগেসির মাধ্যমে সন্তান লাভ করেন। দু’জনে একই সঙ্গে ব্যবসা করতেন।
তাঁদের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার ৬০০ কোটি টাকারও বেশি। একসঙ্গে থাকাকালীন সন্তানদের যেন কোনও দিন অর্থাভাব না হয়, তার জন্য দুই ব্যবসায়ী একটি ট্রাস্ট খুলেছিলেন। রোমিয়োর জন্মের পর উপহার হিসেবে সেই ট্রাস্টেই প্রায় দশ কোটি টাকা দান করেন টনি। প্রাক্তন স্বামীর দেওয়া সেই উপহারের সঙ্গে বাকি টাকা যোগ করে রোমিয়োকে প্রমোদতরীটি কিনে দিয়েছেন ব্যারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।