দুই বাংলার দূরত্ব কমিয়ে কর্মব্যস্ততায় ইধিকা

Pilu-actress-Idhika

বিনোদন ডেস্ক : এপারের শাকিব খানের ‘প্রিয়তমা’ ওপারের ইধিকা পাল। এবার নিজের দেশের সুপারস্টার দেবের সঙ্গে করছেন সেখানকার ছবি ‘খাদান’। এপারের শরিফুল রাজ তাঁর ‘কবি’, সিয়াম আহমেদের সঙ্গে ‘সিকান্দার’ করার কথাও শোনা গেছে। ক্যারিয়ারের শুরুতেই এপার-ওপারের দূরত্ব কমিয়ে এনেছেন অভিনেত্রী।

Pilu-actress-Idhika

খাদান ও দেব

শরিফুল রাজের সঙ্গে হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’র শুটিং করেই ইধিকা নেমে পড়েছেন ‘খাদান’-এ। রিহার্সাল ও যাবতীয় প্রস্তুতি শেষে এরই মধ্যে ছবিটির বেশ কিছু অংশের শুটিংও শেষ করেছেন। আরেকটা ধাপ বাকি।

প্রথম ছবিতে শাকিব খানের মতো সুপারস্টারকে পেয়েছিলেন, ‘খাদান’-এ পেয়েছেন আরেক সুপারস্টার দেবকে। শাকিবের সঙ্গে তাঁর রসায়ন প্রমাণিত, দেবের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন? ইধিকা বললেন, ‘খুবই ভালো অভিজ্ঞতা। দেবদা দারুণ কো-অপারেটিভ। শুধু দেবদাই নন, পুরো ইউনিটের সবার সঙ্গে দারুণ জমেছে আমার।

ছবিতে ডাবল রোলে থাকবেন দেব। ছবির নায়িকাদের মধ্যে ইধিকা ছাড়াও আছেন দেবের ‘দুই পৃথিবী’ সহশিল্পী বরখা বিশত, আছেন সৌমিতৃষাও। তবে কে ছবির প্রধান অভিনেত্রী, এ নিয়ে নাকি মন কষাকষি হয়েছিল নায়িকাদের মধ্যে। তবে কি ইধিকা প্রধান নায়িকা নন? এ প্রসঙ্গে হেসে হেসে ইধিকা বললেন, ‘ছবির শুটিং হওয়ার আগেই এসব কথা শুনছি মিডিয়ায়, এটা ভালো। তবে আমি চেষ্টা করব ছবি মুক্তির পর যেন এমন কথা না ওঠে।


শাকিবের মায়ায় জড়াবেন?

‘প্রিয়তমা’র পর শাকিব খানের সঙ্গে আরো একটা ছবিতে অভিনয়ের কথা শোনা গিয়েছিল। সেটির কোনো আপডেট আপাতত নেই। তবে ‘প্রিয়তমা’ পরিচালক হিমেল আশরাফের আরেক ছবি ‘মায়া’তে নাকি ফের শাকিব খানের নায়িকা হবেন ইধিকা। অভিনেত্রী অবশ্য খবরটাকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন। এর আগে ‘কবি’ করা নিয়েও ইধিকা বলেছিলেন ‘গুজব’। পরে কিন্তু তিনি ‘কবি’ করেছেন। সেই সূত্র কি ‘মায়া’তেও প্রযোজ্য হবে? ‘না’, সাফ বললেন ইধিকা। দম নিয়ে আরেকটু খোলাসা করে বললেন, “এর আগে যে ছবির কথা উঠেছিল, তখন কিন্তু বলেছিলাম ছবির পাণ্ডুলিপি হাতে পেয়েছি, প্রস্তাবও পেয়েছি, তবে ছবিটি করব কি করব না—সেটা এখনো নিশ্চিত নই। বাট ‘মায়া’ প্রসঙ্গে আমার সঙ্গে কারো কথাই হয়নি।” কিছুদিন আগে শাকিব খানের পরের ছবি ‘রাজকুমার’-এর আনুষ্ঠানিক ঘোষণার দিনে বঙ্গভবনে এসেছিলেন ইধিকা। ছবিটিতে তিনি নেই, তবু এসেছিলেন। শাকিবের সঙ্গে যোগাযোগ হয়? “খুবই কম। এই যেমন ‘খাদান’-এর শুটিংয়ে যাওয়ার আগে শুভ কামনা জানিয়ে টেক্সট করেছিলেন।”

‘কবি’রাজের সান্নিধ্য

‘কবি’র বেশির ভাগ অংশের শুটিং হয়েছে ভারতের কলকাতায়। নিজের শহরে রাজের সঙ্গে শুটিং করেছেন ইধিকা। ‘পরাণ’ অভিনেতাকে নিয়ে বেশ ভালো ভালো কথা বললেন তাঁর নায়িকা। ইধিকা বলেন, ‘ও দারুণ এনার্জেটিক। পরিচালক অ্যাকশন বললেই ক্যামেরার সামনে অন্য রকম এক রাজকে দেখা যায়। ওর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা দারুণ। খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে দারুণ মজা করে আমরা শুটিং করেছি।’

এ পর্যন্ত তিন নায়কের নায়িকা হয়েছেন ইধিকা—শাকিব খান, শরিফুল রাজ ও দেব। কার সঙ্গে তাঁর বন্ধুত্বটা বেশি? রাজকেই এগিয়ে রাখলেন অভিনেত্রী। বলেন, ‘শাকিব খান ও দেব দুজনই তো বড় স্টার। হুট করেই তো তাঁদের সঙ্গে বন্ধুত্বটা তৈরি করা যায় না। তবে তাঁরা দুজনই একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, যাতে আমি সহজ হতে পারি। তাতে কাজ করতে সমস্যা হয় না। তাঁরা স্টার মানুষ, বয়সেও বড়, সে রকম বন্ধুত্ব তাঁদের সঙ্গে হওয়ার কথা নয়। অন্যদিকে রাজ আর আমি অনেকটাই সমবয়সী। তাই রাজের সঙ্গে আমার বন্ধুত্বটা একটু বেশি।’

আবারও ইতিহাস গড়ল সোনার দাম

সিকান্দার ও সিয়াম

খবর বেরিয়েছে, নতুন ছবি ‘সিকান্দার’-এ সিয়াম আহমেদের নায়িকা হবেন ইধিকা। কিন্তু অভিনেত্রী জানালেন ভিন্ন কথা। ছবিটির পাণ্ডুলিপি তাঁর কাছে এসেছে, কিছু অংশ পড়েছেনও। তবে ছবিটি করবেন কি করবেন না—সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি। ‘ছবি বাছাইয়ের ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয়। পরিচালক, গল্প, সহশিল্পীসহ আনুষঙ্গিক অনেক কিছুই দেখতে হয়’, বললেন ইধিকা। সঙ্গে সিয়ামকে নিয়েও বললেন কয়েক ছত্র, ‘সিয়াম দারুণ অভিনেতা। বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে, আমি জানি। ওই যে বললাম, ছবি বাছাইয়ে অনেক কিছু মাথায় রাখতে হয়।’