বিনোদন ডেস্ক : দেশের বিনোদন অঙ্গন থেকে যেসব অভিনেত্রী এবং গায়িকা বিভিন্ন সময়ে সংরক্ষিত নারী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস তাদের অন্যতম। তিনি দুইবার দলটির মনোনয়নপ্রত্যাশী ছিলেন, কিন্তু পাননি। এছাড়া আওয়ামী লীগের নির্বাচনি প্রচার-প্রচারণায় বিভিন্ন সময়ে দেখা গেছে তাকে।
শিক্ষার্থীদের এক দফা দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের মুখে সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর উচ্ছ্বাস প্রকাশ করলেন সেই অপু বিশ্বাসও। যদিও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে তাকে কখনোই কথা বলতে দেখা যায়নি। মুখ খোলেননি দেশজুড়ে সরকারের চালানো গণহত্যা নিয়েও।
তবে ‘সহিংসতা কাম্য নয়’—এমন একটি পোস্ট তিনি গত ১৬ জুলাই দিয়েছিলেন। এবার সোমবার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগের পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে অপু বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।’ সঙ্গে পোস্ট করেছেন জাতীয় পতাকার একটি ছবি।
এদিকে, শেখ হাসিনার সঙ্গে তোলা একটি হাস্যেজ্জ্বল ছবি কয়েক মাস আগে ফেসবুকে পোস্ট করেছিলেন চিত্রনায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ছবিটিও। সম্ভবত ছবিটি তিনি ডিলিট করে দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অপু বিশ্বাস। কিন্তু পাননি। এরপর চলতি বছরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংরক্ষিত আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন। এবারও তাকে মূল্যায়ন করেননি দল।
কাউকে বিদায় জানানোর পর টাটা বলা হয়, এই ‘টাটা’ শব্দের মানে কী
সে সময় নায়িকা বলেন, ‘অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। সেদিক বিবেচনায় আমাকে যদি প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়, আমি অবশ্যই নির্বাচন করব। জন্মস্থান বগুড়া থেকে মনোনয়ন চেয়েছি।’ কিন্তু পাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।