বিনোদন ডেস্ক : ভারতের তেলেগু সিনেমার অভিনেতা জুনিয়র এনটিআর। ব্যক্তিগত জীবনে লক্ষ্মী প্রণতির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এ সংসারে ১০ ও ৬ বছর বয়সি দুটো পুত্র সন্তান রয়েছে। কাজের পাশাপাশি স্ত্রী-সন্তানদের নিয়ে ব্যস্ত থাকেন ‘ট্রিপলআর’খ্যাত এই নায়ক।
জুনিয়র এনটিআরের পরিবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক প্রভাবশালী। কারণ তার বাবা নান্দামুরি হরিকৃষ্ণ ও দাদা এনটি রামা রাও একাধারে দাপুটে অভিনেতা ও রাজনীতিবিদ ছিলেন। তাদের পথ অনুসরণ করে রুপালি জগতে পা রাখেন জুনিয়র এনটিআর। কিন্তু তার দুই সন্তানকে নিয়ে কী ভাবছেন এই তারকা অভিনেতা?
সন্তানদের ক্যারিয়ার নিয়ে অ্যাসোসিয়েট প্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন জুনিয়র এনটিআর। এ আলাপচারিতায় তিনি বলেন, ‘আমি তাদের উপর এটি চাপিয়ে দিতে চাই না। সত্যি এটি আমি চাই না। আমি গভীরভাবে বিশ্বাস করি, আজকালের বাচ্চাদের নিজের একটি মন থাকা প্রয়োজন। তাদের এমন কিছু প্রকাশ করা প্রয়োজন, যেখানে তারা কি করতে চায়, তার সিদ্ধান্ত নিতে পারে। তুমি কি জানো, তুমি এটা করো, তুমি ওটা করো বলে তাদের বাধা দিতে চাই না।’
জুনিয়র এনটিআরের দুটো পুত্র পুরোপুরি আলাদা। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার দুটো পুত্র সন্তান, তারা একই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। কিন্তু তারা দুজনেই সম্পূর্ণ আলাদা। তারা পরস্পরের বিপরীত। এটা কীভাবে সম্ভব? এটাই প্রকৃতি।’
জুনিয়র এনটিআর তার বাবা-মায়ের উদাহরণ টেনে বলেন, ‘তোমাকে চারুকলায় থাকতে হবে, তোমাকে এটা করতে হবে— এসব বলে আমি কোনো চিন্তা করতে চাই না। কারণ আমার বাবা-মা আমার সঙ্গে এটা করেননি। তারা আমাকে দিয়ে পরীক্ষা করিয়েছেন। আমি কেবল এটাই করতে চাই। আমি তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না।’
জুনিয়র এনটিআর শোবিজ অঙ্গনের মানুষ হলেও তার স্ত্রী প্রণতি এই অঙ্গনের কেউ নন। তবে খুব প্রভাবশালী পরিবারের মেয়ে প্রণতি। ২০১১ সালে পারিবারিক আয়োজনে মালাবদল করেন তারা। এসময় জুনিয়র এনটিআরের বয়স ছিল ২৬ বছর আর প্রণতির ১৮।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।