২ ছেলের সঙ্গে মাছ ধরতে খালে নায়ক

নায়ক

বিনোদন ডেস্ক : জন্মস্থানকে আমরা সবাই ভালোবাসি। শৈশবের নানা স্মৃতি থাকে সেখানে। শৈশবে ফিরে যাওয়া যায় জন্মন্থানে গেলে। আর ব্যতিক্রম নয় তারকাদের ক্ষেত্রেও।

নায়ক

এই যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক। জন্মস্থান কিশোরগঞ্জে গেলেই বেরিয়ে পড়েন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। চিরচেনা পথগুলোতে। আর এ নায়ক এবার নিজের শৈশব মনে করতে দুই ছেলের সঙ্গে হাজির হয়েছেন কিশোরগঞ্জে।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাইমন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্ট অভিনেতা চারটি ছবি দিয়ে লেখেন, ‘শান্তিটা আসলে এখানে।’ শেষে একটি লাভ ইমোজি জুড়ে দেন।

এদিকে সাইমনের পোস্ট করা ছবিতে দেখা যায়, দুই ছেলেকে নিয়ে খালে মাছ ধরছেন অভিনেতা। রীতিমতো কাদায় মাখামাখি করে দুই ছেলে মাছ ধরছে। ছেলেদের মুখে হাসি দেখে বোঝাই যাচ্ছে তারা বেশ উচ্ছ্বসিত।

সাইমনের বরাবরই নিজ গ্রামের প্রতি ভালোবাসাটা একটু অন্যরকম। আর সেটি বোঝা যায় সাইমনের ফেসবুক দেখলেই। কেননা, প্রায়ই কিশোরগঞ্জে যাওয়ার সময় ঘোষণা দিয়ে যান এ নায়ক। আর এরই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর ঘোষণা দিয়ে গ্রামের বাড়ি যান তিনি।

ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাইমন সাদিক ২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বি হুজুর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন। এর পরের বছর জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ (২০১৩) চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন তিনি। ২০১৮ সালে সাইমন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

চেনা ২১ গাছপালা-তরুলতায় যত রোগ সারানোর ক্ষমতা

সাইমন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে: এর বেশি ভালোবাসা যায় না (২০১৩), তুই শুধু আমার (২০১৪), তোমার কাছে ঋণী (২০১৪), স্বপ্ন ছোঁয়া (২০১৪), অ্যাকশন জেসমিন (২০১৫), ব্ল্যাক মানি (২০১৫), চুপি চুপি প্রেম (২০১৫), মাটির পরী (২০১৬), পুড়ে যায় মন (২০১৬), অজান্তে ভালোবাসা (২০১৬), চোখের দেখা (২০১৬), মায়াবিনী (২০১৭), তুই আমার (২০১৭), খাস জমিন (২০১৭), ১৬ আনা প্রেম (২০১৭), জান্নাত (২০১৮), মাতাল (২০১৮), জীবন থেকে পাওয়া (২০১৯), জল শ্যাওলা (২০২০), লাইভ (২০২২) ইত্যাদি।