দুই ছেলেকে নিয়ে ‘মা’-এর প্রথম শো দেখতে চান পরীমনি

পরীমনি

বিনোদন ডেস্ক : আগামী ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলোচিত চিত্রনায়িকা পরীমনি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মা’। দুই ছেলেকে নিয়ে সিনেমাটির প্রথম শো দেখার ইচ্ছা প্রকাশ করেছেন চর্চিত এই অভিনেত্রী। কিন্তু প্রশ্ন হলো, পরীমনির সন্তান তো একটা, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। এটা মোটামুটি সারা দেশের মানুষই জানেন। তাহলে আরেকটা ছেলে নায়িকা পাবেন কোথায়?

পরীমনি

আসলে, ‘মা’ সিনেমায় পরীমনির সন্তানের চরিত্রে কয়েক মাস বয়সী যে ছোট্ট শিশুটিকে রাখা হয়েছে, সেও একটা ছেলেসন্তান। নিজের ছেলে রাজ্য আর পর্দার সেই ছেলেকে নিয়েই ‘মা’ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন নায়িকা।

পর্দার সেই শিশুটির সঙ্গে শুটিংয়ের সময়ে বানানো একটি ভিডিও রবিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন পরীমনি। ক্যাপশনে লিখেছেন, ‘মা’ সিনেমার প্রধান এবং সর্বকনিষ্ঠ আর্টিস্ট ইনি।’

স্মৃতি হাতড়ে নায়িকা লিখেছেন, ‘রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সাথে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো, আমার কি ছেলে হবে! বাচ্চাটা কত বড় হয়ে গেছে আমার খুব দেখতে ইচ্ছা করছে।’

‘মা’-এর পরিচালকের কাছে আর্জি জানিয়ে পরীমনি লিখেছেন, ‘আমার পরিচালক অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটা চাওয়া থাকল, আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে, এই দুই ছেলেকে নিয়ে ‘মা’ সিনেমার প্রথম শো-টা দেখতে চাই।’

‘মা’ যে আগামী ২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, পোস্টের শেষে সেটিও উল্লেখ করতে ভোলেননি পরীমনি।

এই সিনেমার গল্পটি মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প এটি। তা গুছিয়ে সিনেমা আকারে পর্দায় তুলে ধরেছেন নির্মাতা অরণ্য আনোয়ার।

২৯ বছর আগের স্মৃতি মনে করে আবেগাপ্লুত সুস্মিতা সেন

অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত ‘মা’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পরীমনি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেন প্রমুখ।