আন্তর্জাতিক ডেস্ক : জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মামলায় নতুন একটি তথ্য উঠে এসেছে। অ্যাম্বারের মানসিক অবস্থা বিশ্লেষণ করেছেন একজন বিশেষজ্ঞ মনোচিকিত্সক। বিশ্লেষণের পর তিনি জানিয়েছেন অ্যাম্বারের দু ধরনের মানসিক বৈকল্য রয়েছে। বর্ডারলাইন পারসোনালিটি ডিজঅর্ডার এবং হিস্ট্রিওনিক পারসোনালিটি ডিজঅর্ডার।
জনি ডেপের সাক্ষী শ্যানন কারি জানিয়েছেন অ্যাম্বারের অতীত মানসিক সমস্যার ইতিহাস পর্যবেক্ষণ করে এ মত দেয়া হয়েছে। এর সঙ্গে সরাসরি দুবার পরীক্ষা করা হয়। এগুলো মিনেসোটার মালিফেজিক পারসোনালিটি ইনভেন্টরিতে মঙ্গলবার করা হয়। কারি জানাচ্ছেন ৩৬ বছর বয়সী অ্যাম্বার আচরণে প্রতিক্রিয়াশীল। তিনি ‘অত্যন্ত নাটকীয়ভাবে’ সবকিছু উপস্থাপন করেন। তার কথার মধ্যে ‘জাদুকরী’, ‘অসাধারণ’ প্রভৃতি শব্দ বারবার ব্যবহূত হয়।
কারি জানান বর্ডারলাইন পারসোনালিটি ডিজঅর্ডার মূলত ব্যক্তিত্বের অস্থিতিশীলতা। এক্ষেত্রে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারচেয়ে কম শক্তিশালী ব্যক্তির প্রতি কখনো কখনো অতি রাগান্বিত হয়ে পড়ে অসুস্থ ব্যক্তি। কারি আরো জানান এ ধরণের মানসিক অসুস্থতায় ভোগ ব্যক্তিরা ঘনিষ্ঠ সম্পর্ক অনেক সময়েই নষ্ট করেন। এরা মনে করেন তাদের নানা ভাবে হেনস্থা ও হয়রানি করা হচ্ছে।
অ্যাম্বারের বিরুদ্ধে জনি ডেপের করা মানহানির মামলা থেকে নানা নতুন তথ্যই উঠে আসছে। প্রথমে ডেপের বিরুদ্ধে অ্যাম্বার সহিংসতার মামলা করেছিলেন কিন্তু জনি তা বরাবরই অস্বীকার করে আসছেন। এবার নতুন করে অ্যম্বার হার্ডের নানা কীর্তি সামনে আসছে।
অ্যাম্বারের নানা ধরনের কটূক্তি এবং হুমকির রেকর্ড আদালতে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার জনি ডেপের বাহামার বাড়ির ম্যানেজার তারা রবার্টস একটি তথ্য দিয়েছেন। জনি ও অ্যাম্বারের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে জনিকে উদ্দেশ্য করে অ্যাম্বার বলেন, ‘তুমি একটা ব্যর্থ অভিনেতা। একাকী একটা বুড়ো ভাম হয়ে মরবে তুমি।’ পরো মামলার মধ্যে জুরিরা নানা রকম জবানবন্দীর পাশাপাশি বিভিন্ন মেডিকেল ইস্যুর কথা শুনেছেন। এর প্রভাব বিচারে পড়বে বলেই বিশেষজ্ঞরা মনে করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।