বিনোদন ডেস্ক : শাহরুখ খানের ‘জওয়ান’ ও সালমান খানের ‘টাইগার ৩’কে টপকে হিন্দি চলচ্চিত্রে দ্রুততম ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে রণবীর কাপুরের অ্যানিমেল। তবে প্রথম স্থানটি শাহরুখের অপর চলচ্চিত্র ‘পাঠান’ ধরে রেখেছে। পাঠান প্রথম দুই দিনে হিন্দি ভাষায় ভারতে ১২৩ কোটি রুপি আয় করেছে। আর রণবীর কাপুরের অ্যানিমেল হিন্দিতে আয় করেছে ১১৩.১২ কোটি।
ভারতীয় বক্স অফিসের সূত্র মতে, মুক্তির দুই দিনে শুধুমাত্র হিন্দি ভাষায় ১১৩.১২ কোটি রুপি আয় করেছে অ্যানিমেল। শাহরুখ খানের জওয়ার দুই দিনে হিন্দিতে আয় করেছিল ১১১.৭৩ কোটি।
এদিকে, ২০২৩ সালের অন্যতম ব্লকবাস্টার শাহরুখ খানের ‘পাঠান’ দুই দিনে ভারতে হিন্দি ভাষায় মোট ১২৩ কোটি আয় নিয়ে প্রথম অবস্থান ধরে রেখেছে। ভারতে হিন্দিতে দ্রুততম ১০০ কোটি আয়ে অ্যানিমেল এখন দুই নম্বরে, তিনে শাহরুখের জওয়ান।
চতুর্থ স্থানে রয়েছে সালমান খানের ‘টাইগার ৩’ এবং যশের ‘কেজিএফ: চ্যাপ্টার ২।’ ‘টাইগার ৩’ দীপাবলির ছুটিতে মুক্তি পেয়েও ২ দিনে আয় করেছে ১০১ কোটি রুপি এবং যশের ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ দুই দিনে হিন্দি বেল্টে আয় করেছে ১০১.৭৪ কোটি রুপি।
ভারতীয় বক্স অফিসে হিন্দি ভাষায় দ্রুততম ১০০ কোটির তালিকায় অভিনেতা সানি দেওলের ব্লকবাস্টার সিক্যুয়েল ‘গাদার ২’ রয়েছে ষষ্ঠ স্থনে। এটি তৃতীয় দিন শেষে ১৩৫ কোটি আয় করে।
তালিকার সাত নম্বরে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর হিন্দি সংস্করণ, যেটি ১০০ কোটি নেট ক্লাবে প্রবেশ করতে তিন দিন সময় নিয়েছে। এসএস রাজামৌলির পরিচালনায় সিনেমাটি তিন দিনে ১২৮ কোটি রুপি আয় করেছিল। এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে রণবীর কাপুরের সঞ্জু। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি তিন দিনে পৌঁছায় ১০০ কোটির ক্লাবে। তিন দিনে ১২০.০৬ কোটি রুপি আয় করে এটি।
নবম স্থানে রয়েছে টাইগার জিন্দা হ্যায়। তিনদিনে সিনেমাটির আয় ছিল ১১৪.৯৩ কোটি। দশম স্থানে রয়েছে প্রভাসের আদিপুরুষ। এটিও তৃতীয় দিনে ১১২.৭৫ কোটি রুপি আয়ের মাধ্যমে হিন্দিতে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে।
এদিকে মুক্তির পরপরই দুর্দান্ত সাড়া ফেলেছে অ্যানিমেল। প্রথম দিন বিশ্বব্যাপী ১১৬ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় দিনে আরো ১২০ কোটি রুপি তুলে নিয়েছে সিনেমাটি। মাত্র দুই দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় এখন ২৩৬ কোটি রুপি।
‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।