দুই দিনের সফর শেষে ভারত ত্যাগ করলেন প্যারিস হিলটন

প্যারিস হিলটন

বিনোদন ডেস্ক : দুই দিনের সফরে ভারতে এসেছিলেন আমেরিকান মডেল, অভিনেত্রী, সোশ্যালাইট ও ব্যবসায়ী প্যারিস হিলটন। নিজের নতুন সুগন্ধি ‘রুবি রাশ’ চালু করতে দুই দিনের প্রচারমূলক সফরে ভারতে অবস্থান করেন তিনি। সফর শেষে শুক্রবার (২১ অক্টোবর) ভারত ত্যাগ করেছেন এই মার্কিন তারকা।

প্যারিস হিলটন

শুক্রবার ভোরে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে প্যারিসকে। বিদায়কালে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা জানিয়ে এবং পাপারাৎসিদের জন্য ক্যামেরার সামনে পোজ দিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি। বিদায়কালে তাকে একটি সাধারণ টি-শার্টের ওপর একটি গোলাপি জাম্পার পরতে দেখা গেছে।

পরনে ছিল গোলাপি জগার্স। হালকা মেকআপে বরাবরের মতোই লাস্যময়ী লাগছিল প্যারিসকে। সাংবাদিকদের সামনে পোজ দেওয়ার সময় প্যারিসের হাতে তাঁর সুগন্ধি ‘রুবি রাশ’-এর একটি বোতল দেখা গেছে। বিদায়কালেও নিজের প্রচারণা করতে ভোলেননি এই তারকা।

পারিবারিকভাবে ব্যবসায়ী হলেও চলচ্চিত্র ও অভিনয়ের প্রতি ঝোঁক ছিল প্যারিসের। তবে অভিনয়জীবনের পাশাপাশি ব্যবসাও সামলেছেন সমানতালে। ২০০৪ সাল থেকে প্রসাধনী বাজারে নিজের আধিপত্য বিস্তার করেছেন প্যারিস। প্রথমবার নিজের নামে ‘প্যারিস হিলটন’ সুগন্ধি বাজারে এনে সাফল্যের চূড়ায় পৌঁছে যান তিনি।

গত বছর পারফিউম বিক্রি করে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার লভ্যাংশ পান এই মার্কিন তারকা। এরপর বাজারে হ্যান্ডব্যাগও নিয়ে আসেন প্যারিস। এবার নিজের নতুন পারফিউমের জন্য ভারত সফরে এসে প্রচারণা করে গেলেন প্যারিস।

অভিনব পদ্ধতিতে ট্রাক ভরে টমেটো তুললেন যুবক, তুমুল ভাইরাল ভিডিও

৪১ বছর বয়সী প্যারিস একজন আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, মডেল এবং সোশ্যালাইট। তিনি অনেক হলিউড সিনেমায় অভিনয় করেছেন। হাউস অব ওয়াক্স, দিস ইজ প্যারিস, ন্যাশনাল ল্যাম্পুনস প্লেজ দিসে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন প্যারিস! একজন ডিজে গায়িকা হিসেবেও সুনাম অর্জন করেছেন তিনি। আমেরিকার বিখ্যাত হিলটন পরিবারের সদস্য প্যারিস।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।