তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সজিব মৃধা (১৮) ও আশিক মৃধা (১৭) নামের দুই কিশোর নিহত হয়েছে। তারা দুজনেই বন্ধু।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পৌরসভার চরকুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সজিব মৃধা উপজেলার চরমথুরা গ্রামের নান্নু মৃধার ছেলে ও আশিক মৃধা একই এলাকার জসিম মৃধার ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে দুই বন্ধু ফরিদগঞ্জ উপজেলা সদরের মডেল মসজিদে তারাবির নামাজ পড়ে। নামাজ শেষে বাড়ি ফেরার পথে চরকুমিরা পাটওয়ারী বাড়ির সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই সজিব মৃধার মৃত্যু হয়। আর আশিক মৃধাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে উভয়ের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।