জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় তাৎক্ষণিক দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে গ্রামবাসী।
শুক্রবার বেলা ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
বিরল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের ওই দুই কৃষক। এসময় তাদেরকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। তাদের নাম অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। পরে তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে, ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে। গেল রাতে মহেশপুর উপজেলার কুশুমপুর সীমান্তের পিপুলবাড়িয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের দাবি, ওই গ্রামের যুবক রিয়াজ রাতে সীমান্ত এলাকায় খালের ধারের মাঠে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য যায়। সে সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় রিয়াদ। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার জীবননগর ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক।
বলুন তো এই ছবিতে কোথায় ভূলটি রয়েছে? ৯৯% মানুষ ভুল উত্তর দেন
তবে গুলির এমন কোন তথ্য জানা নেই বলে জানিয়েছে খালিশপুর ৫৮ বিজিবি। গুলিবিদ্ধ যুবক রিয়াদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।