আন্তর্জাতিক ডেস্ক : অবিশ্বাস্য মনে হলেও রেললাইন চুরির ঘটনা ঘোটেছে ভারতের বিহারের সমস্তিপুরে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রেললাইনের কোনো খোঁজ মিলছে না। ধারনা করা হচ্ছে, চোরের দল রেললাইনটি গায়েব করে দিয়েছে। ওই এলাকার লোহাত চিনিকল থেকে পান্ডাউল রেল স্টেশন পর্যন্ত এই লাইন পাতা হয়েছিল। কিন্তু চিনিকলটি কয়েকবছর ধরে বন্ধ থাকায় ওই রুটে রেল চলাচল আপাতত বন্ধ ছিল। আর সেই সুযোগই কাজে লাগিয়েছে চোরের দল।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারনা, রেল পুলিশের একাংশের সহযোগিতায় এই চুরির ঘটনা হয়েছে। তার জেরে রেল পুলিশের কয়েকজন কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। এ ছাড়াও সমস্তিপুরের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক তদন্তের জন্য একটি টিম গঠন করেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল। সেই সুযোগে রেললাইন তুলে বেচে দিয়েছে চোরের দল। তবে অনেকের মতে একদিনে এই কাজ করা সম্ভব না। কিন্তু কেন রেলপুলিশ এ ঘটনা জানতে পারল না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিহারে রেললাইন চুরির বিষয়টি নতুন কিছু না হলেও এভাবে দুই কিলোমিটার দীর্ঘ রেললাইন চুরির ঘটনা আগে ঘটেনি। দেশটির রেলওয়ে সুরক্ষা বাহিনী ইতিমধ্যেই এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছে। তদন্তও চলছে পুরোদমে। এ ছাড়া এই ঘটনায় রেল পুলিশের দুজন কর্মীকে বরখাসস্ত করা হয়েছে।
প্রশ্ন উঠছে রেলওয়ে সুরক্ষা বাহিনীর মদত ছাড়া এই কাজ কি আদৌ সম্ভব? আর সব জেনেও কেন চুপ করছিলেন তারা? ধারনা করা হচ্ছে, রেললাইন তুলে পুরনো জিনিসপত্র হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। একটা গোটা চক্র এর পেছনে থাকতে পারে। এই ঘটোনায় এলাকায় শোরগোল পড়ে গেছে।
প্রসঙ্গত, এর আগে মোবাইল টাওয়ার কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু এবার রেললাইন বিক্রির অভিযোগ উঠল, যা কম দৈর্ঘ্যের নয়। সেই রেললাইন উপড়ে ফেলে, কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু কারা রয়েছে এর পেছনে— সেটাই এবার বড় প্রশ্ন বিহারজুড়ে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।