বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি দারুণ পারফরম্যান্স দেবে এমন বাইকের কথা যদি বলেন তাহলে ইয়ামাহার নাম সবার প্রথমে আসে। এই কোম্পানি ভারতের বাজারে বেশ কিছু মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করে। যার মধ্যে রয়েছে R15-এর মতো জনপ্রিয় মোটরসাইকেল এবং Ray ZR-এর মতো বহুল চর্চিত স্কুটার।
আপনিও যদি আগামী দিনে নতুন টু হুইলার কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে ইয়ামাহার ক্ষেত্রে কী কী বিকল্প রয়েছে তা জেনে নিন। আজ যে মোটরসাইকেল বা স্কুটারের কথা বলতে চলেছি তার দাম 2 লাখ টাকার নিচে। পাশাপাশি ইয়ামাহার আপকামিং মোটরসাইকেল সম্পর্কেও জানানো হল প্রতিবেদনে।
Yamaha R15M
এই বাইকে রয়েছে 155 সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 18.4 পিএস শক্তি এবং 14.2 এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং কুইক শিফটার। বাইকে পাবেন স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সাসপেনশন হিসাবে মিলবে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক। ফিচার্সের জন্য দেওয়া হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। Yamaha Y-Connect অ্যাপের মাধ্যমে মোবাইল কানেক্ট করতে পারবেন। মিলবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ফোন ব্যাটারি কল এলার্ট, লাস্ট পার্কিং লোকেশন ইত্যাদি মাল্টি টাস্কিং করতে পারবেন। বাইকের দাম রয়েছে 1.95 লাখ টাকা (এক্স-শোরুম)।
নতুন Yamaha FZ-S FI V4
এই মোটরবাইক সম্প্রতি নতুন রূপে লঞ্চ করেছে ইয়ামাহা। বাইকটি ওজনে বাকিদের থেকে বেশ হালকা 136 কেজি। এতে রয়েছে 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন সঙ্গে ট্র্যাকশন কন্ট্রোল। দু চাকাতেও রয়েছে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।ফিচার্সের ক্ষেত্রে গোটা বাইকজুড়ে LED লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। যেখানে আগের বাইকের মতোই মিলবে কল এলার্ট, SMS নোটিফিকেশন, ফোন ব্যাটারি, লাস্ট পার্কিং লোকেশন ইত্যাদি। ভারতে মোটরসাইকেলের দাম 1.28 লাখ টাকা (এক্স-শোরুম)।
Yamaha MT-15
ইয়ামাহার আরও একটি দুরন্ত 150 সিসির মোটরসাইকেল। যেখানে মিলবে 155 সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন, ট্র্যাকশন কন্ট্রোল, ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক সাসপেনশন এবং অ্যালমুনিয়াম সুইংআর্ম। ফিচার্সের ক্ষেত্রে LED হেডলাইট এবং মাল্টি ফাংশন LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই বাইকেও পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি যার মাধ্যমে কল এলার্ট ও SMS নোটিফিকেশন পাওয়া যাবে। বাইকের দাম 1.62 লাখ টাকা এক্স-শোরুম।
Yamaha Ray ZR Fi Hybrid
125 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই স্কুটারে যা সর্বাধিক 8.2 পিএস শক্তি এবং 10.3 এনএম টর্ক তৈরি করতে পারে। স্কুটারের মাইলেজ 50 কিলোমিটারের বেশি। ম্যাট কপার, ম্যাট গ্রে সহ একাধিক রংয়ে পাওয়া যায় এই স্কুটার। ফিচার্স রয়েছে ফুল ডিজিটাল স্ক্রিন সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি। Yamaha Y Connect অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারবেন স্মার্টফোন। ভারতীয় বাজারে এই স্টাইলিশ স্কুটারের দাম 94,830 টাকা (এক্স-শোরুম)।
Yamaha Aerox 155 (2)
যে সমস্ত মানুষ একটু হাই-পারফরম্যান্স স্কুটার পছন্দ করেন তাঁদের জন্য ভালো বিকল্প Aerox 155। ভারতের অন্যতম ম্যাক্সি স্কুটার Aerox 155। যার সম্প্রতি MotoGP এডিশনও লঞ্চ করেছে জাপানি সংস্থাটি। স্কুটারে মিলবে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা স্প্লেন্ডর বাইকের থেকেও বেশি শক্তি তৈরি করতে পারে। স্কুটিতে মিলবে ফুল ডিজিটাল স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যান্টি লক ব্রেকিং এবং LED লাইটিং। এই সকল সুবিধার কারণে স্কুটির দাম তুলনামূলক বেশি। বাজারে এটির এক্স-শোরুম মূল্য 1.46 লাখ টাকা।
আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
Yamaha R3, MT-03
ভারতে ইয়ামাহার আপকামিং দুটি মোটরসাইকেল। যা চলতি বছর ডিসেম্বর মাসে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। Yamaha R3 এবং MT-03 সম্প্রতি ভারতে অনুষ্ঠিত MotoGP রেসিংয়ে উন্মোচন করেছে সংস্থা। বাইকের দাম 2 লাখ টাকার বাজেট ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। কারণ প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন নিয়ে আসছে এই দুই বাইক। মিলবে উচ্চ হর্সপাওয়ার এবং টর্ক। দুই স্ট্রিটফাইটারের দাম থাকতে পারে 3 লাখ থেকে 3.50 লাখ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।